পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতারা নর্দমার কীট : সৌমিত্র খাঁ - TMC

আরামবাগে সাংবাদিক বৈঠকে তৃণমূলকে তীব্র আক্রমণ সৌমিত্র খাঁ-র৷ আজ বিষ্ণুপুরের BJP সাংসদ বলেন, তৃণমূলের নেতারা নর্দমার কীট৷ BJP নেতার মন্তব্য়ের পালটা জবাব দিলেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন, মানুষ সৌমিত্র খাঁ ও তাঁর দলকে ঘৃণা করবে।

bjp-mp-saumitra-khan-attack tmc
তৃণমূলকে আক্রমণ সৌমিত্র খাঁ-র

By

Published : Jun 11, 2020, 10:30 PM IST

Updated : Jun 12, 2020, 5:06 PM IST

আরামবাগ, 11 জুন: তৃণমূল নেতাদের আক্রমণ করলেন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ । বললেন, তৃণমূল নেতারা নর্দমার কীট৷ জবাবে তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, এই মন্তব্যের জন্যই সৌমিত্র খাঁ ও তাঁর দলকে ঘৃণা করবে মানুষ৷

আজ কলকাতা থেকে ঘাটাল যাওয়ার পথে আরামবাগে দলীয় কর্মসূচিতে কিছুক্ষণের জন্য সময় কাটান বিষ্ণুপুর লোকসভার BJP সাংসদ সৌমিত্র খাঁ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের ভূয়সী প্রশংসা করেন তিনি। শাসকদল সম্পর্কে তাঁর মন্তব্য, মানুষের কাছে তৃণমূলের আর কোনও গ্রহণযোগ্যতা নেই।

আজ রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন সৌমিত্র খাঁ৷ বলেন, "তৃণমূলের নেতারা নর্দমার কীট, চাল চোর, ত্রিপল চোর, আমফানের টাকা চোর। ওরা বসে বসে অনেক কিছুই ভাবছে৷ কিন্তু, ওদের পাশ থেকে পুলিশ সরে গেলে ওরা রাস্তা থেকে সরে যাবে।"

এইসঙ্গে আগামী 2021-এর বিধানসভা ভোট নিয়ে দলীয় কর্মীদের বার্তা দেন তিনি৷ বলেন, "মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে৷ দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলা এগিয়ে যাচ্ছে৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলুক৷ এভাবে এগিয়ে যাব আমরা।"

তৃণমূলকে আক্রমণ সৌমিত্র খাঁ-র, পালটা জবাব তৃণমূলের

BJP সাংসদের বক্তব্যের জবাব দেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন, "সৌমিত্র খাঁ জানে না কোন মানুষের সম্পর্কে কী মন্তব্য করতে হয়৷ সৌমিত্র খাঁ একজন সাংসদ হয়ে যে ভাষায় তৃণমূল বিধায়কদের প্রসঙ্গে বলেছেন, তাতে মানুষ সৌমিত্র খাঁ ও তাঁর দলকে ঘৃণা করবে। এরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে৷ আমরা মানুষের জন্য কাজ করাতে বিশ্বাস করি। স্বাভাবিক কারণেই সৌমিত্র খাঁ-র কথার উত্তর না দেওয়াই ভালো। তবুও বলি, সৌমিত্র খাঁর নিজেকে নিয়ে ভাবা দরকার।"

Last Updated : Jun 12, 2020, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details