সিঙ্গুর, 2 জুলাই: শুধু ভোটের সময় কেন? গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এলাকা উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখে পড়ে পালটা রাজ্যের শাসকদলের ঘাড়ে দায় চাপালেন লকেট ৷ সাংসদকে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূলও ।
রবিবার হুগলির সিঙ্গুরের একাধিক বিজেপি প্রার্থীর সমর্থনে গ্রামে গ্রামে প্রচার অভিযান চালান লকেট চট্টোপাধ্যায়। আর সিঙ্গুরের আথালিয়া গ্রামে লকেট পৌঁছতেই জড়ো হন গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসীদের অভিযোগও শুনছিলেন সাংসদ। গ্রামের মানুষের অভিয়োগ, এলাকার প্রবীণ ব্যক্তিরা বার্ধক্য ভাতা পাননি, অনেকে সরকারি আবাস যোজনার ঘরও পাননি ৷ এদিন সাংসদকে সামনে পেয়ে সেই ক্ষোভের কথাই তাঁর সামনে উজাড় করে দিতে দেখা যায় গ্রামের মানুষকে ৷ যদিও গ্রামবাসীদের অভিযোগ শোনার পর, পালটা রাজ্যের শাসকদলের ঘাড়ে দোষ চাপান লকেট ৷
এদিন সাংসদের সামনেই গ্রামের প্রবীণ এক ব্যক্তি বলেন, "ভোটের সময় এসে বললে হবে না ৷ আমার বয়স হয়েছে, লেখা পড়া জানি না ৷ আগে থেকে এসব খোঁজ খবর নিতে হয় ৷ শুধু ভোটের সময় বললে হয় না।" উত্তরে লকেট বলেন, "এখন রাজ্যে তৃণমূল সরকার আছে ৷" তবে সাংসদের এই যুক্তি মানতে রাজি হননি ওই বৃদ্ধ ৷ লকেটকে পালটা বৃদ্ধ জানান, তৃণমূল সরকার চালাক বা বিজেপি, সিপিএম ৷ তা তারা দেখতে চান না ৷ গ্রামবাসীদের অভিযোগ, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সরকারি আবাস যোজনায় ঘর পাননি, বার্ধক্য ভাতা পান না ৷ এছাড়াও বহু সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এলাকার বহু মানুষ।