নয়াদিল্লি, 3 এপ্রিল: পশ্চিমবঙ্গে হওয়া সাম্প্রতিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কাঠগড়ায় তুললেন হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায় ৷ সোমবার তিনি এই হিংসার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এদিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করেন বাংলার তিন গেরুয়া সাংসদ ৷ সেখানেই লকেট চট্টোপাধ্যায় এই দাবি করেন ৷
এদিনের সাংবাদিক বৈঠকে লকেট ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ও মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ৷ সেখানে লকেট অভিযোগ করেন, রামনবমীর শোভাযাত্রা ঘিরে বাংলায় যে অশান্তি ছড়িয়েছে, তার পরিকল্পনা আগে থেকেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংখ্যালঘু ভোটব্য়াংক ধরে রাখতে ও সংখ্যালঘুদের খুশি করতেই মমতা এই পরিকল্পনা করেন ৷
এখানেই না থেমে লকেটের দাবি, মমতা বাংলায় তোষণের রাজনীতি করছেন ৷ তাই এই রাজ্যে হিন্দুরা বিপদের মুখে রয়েছেন ৷ এমনকী, মমতাকে মিথ্যাবাদী বলেও দাবি করেছেন তিনি ৷ কারণ, গত শুক্রবার এই ঘটনার পুরো দায় বিজেপির উপর চাপিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাই এই ঘটনায় মমতার পদত্যাগ চাওয়ার পাশাপাশি এনআইএ তদন্তেরও দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায় ৷
একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, পুরোটাই কেন্দ্রের সরকারের নজরে রয়েছে ৷ এদিনের সাংবাদিক বৈঠক থেকে লকেট জানিয়েছেন, বিজেপি এই নিয়ে লড়াই করছে ৷ আগামিদিনেও করবে ৷ আর বাংলার বর্তমান পরিস্থিতিকে তিনি জম্মু ও কাশ্মীরের আগের অবস্থার সঙ্গেও তুলনা করেছেন ৷