তারকেশ্বর মন্দিরে জল ঢাললেন বিজেপি বিধায়ক বৈদ্যবাটি, 21 জুলাই:রাজ্যে খুন-সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে তারকেশ্বর মন্দিরে জল ঢাললেন হুগলির পড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ । বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে তারকেশ্বর মন্দিরে যান তিনি ৷ প্রায় 38 কিলোমিটার হেঁটে মন্দিরে পৌঁছন ৷ শুক্রবার তৃণমূলের শহিদ দিবস ৷ এদিন সকালেই তারকেশ্বর মন্দিরে জল ঢাললেন বিধায়ক ৷
মন্দিরে জল ঢালার আগেই বিজেপি নেতা বিমান ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গে কালো দিন চলছে ৷ সেই কালো দিন তাড়াতাড়ি কেটে যাক । পশ্চিমবঙ্গে নতুন সূর্যের উদয় হোক। সন্ত্রাসের রাজনীতির অবসান হোক। পঞ্চায়েত নির্বাচনে হিংসায় বলি হয়েছে বিজেপি, তৃণমূল, সিপিএম-সহ সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা। তাই আর যেন খুনের রাজনীতি না হয়। রাজনীতি হোক রাজনীতির জায়গায় । আজ প্রতিটি বিডিও অফিসে ঘেরাও হবে। কারণ বিডিওদের নেতৃত্বেই পঞ্চায়েত ভোট হয়েছে।"
আরও পড়ুন:বিজেপির কর্মসূচি আটকাতে বিডিও অফিস গুলিতে জারি 144 ধারা
বিজেপি নেতার মন্দিরে গিয়ে জল ঢালাকে কেন্দ্র করে কটাক্ষ করতেও ছাড়েননি হুগলির তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুঁইন ৷ তাঁর পালটা দাবি, "বিজেপি কালো চশমা পরে বসে আছে । আর বলছে, পশ্চিমবঙ্গে নাকি কালো দিন চলছে ! সত্যি যদি এটা হতো তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ ভরসা রাখত না । বিধানসভার পর সদ্য পঞ্চায়েতে ভোটেও মানুষ বিশ্বাস রেখেছে তৃণমূল নেত্রীর উপরই । এই সরকার কৃষক এবং শ্রমিকের জন্য কাজ করেছে । যারা কালো দিনের কথা বলছে আসলে তারাই কালো চশমা পরে বসে আছে ।" শ্রাবণ মাস পড়তেই তারকেশ্বর মন্দিরে ভক্ত সমাগম শুরু হয়ে গিয়েছে ৷ রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খন্ড, ওড়িশা থেকে বহু মানুষ তারকেশ্বরে আসছেন জল ঢালতে ৷ শুধু এই বছর নয় প্রতিবারই এই সময়ে মন্দিরে মানুষের ঢল নামে ৷