সিঙ্গুর, 17 জুন : আমফানের ক্ষতিপূরণের টাকা তছরূপের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । প্রতিবাদে আট জন BJP পঞ্চায়েত সদস্য সিঙ্গুর ব্লকের বড়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান ।
বড়া গ্রাম পঞ্চায়েতে 18 জন সদস্যের মধ্যে আট জন তৃণমূল, আট জন BJP ও এক জন CPI(M) সদস্য রয়েছেন । পঞ্চায়েত গঠনের পর তৃণমূল কংগ্রেস থেকে প্রধান করা হলেও উপপ্রধানের আসন এখনও ফাঁকা ।
BJP-র সদস্য সৌরেন পাত্রের অভিযোগ, আমফানের ক্ষতিগ্রস্ত 77 জনের তালিকায় 43 জনের কোনও পান বোরোজ নেই । 44 জনের পানের বোরোজে কোনও ক্ষতি হয়নি । তিনি বলেন, “সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন দাস ও তাঁর বাবা দুলালচন্দ্র দাসের কোনও পান বোরোজ নেই । কিন্তু সরকারি ক্ষতিপূরণের 5000/- টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে।”
বিষয়টি নিয়ে বড়া পঞ্চায়েত প্রধান প্রতিমা ঘোষ জানিয়েছেন, কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। তবে সম্পূর্ণ বিষয়টি সিঙ্গুর ব্লক থেকে পাঠানো হয়েছে । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন দাস বলেন, “আমার এবং আমার বাবা দুলালচন্দ্র দাসের পানের বোরোজ রয়েছে ।”
ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি নিয়ে গড় মিল রয়েছে বলে অভিযোগ করেছেন পঞ্চায়েত এলাকার পান চাষিদের একাংশের ।