হুগলি, 2 অক্টোবর : রাজ্যের বেশ কয়েকটি জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ঘাড়েই দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পালটা তোপ দাগলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ শনিবার হুগলিতে তিনি দলের একটি কার্যক্রমে উপস্থিত হয়েছিলেন ৷ সেখানেই মমতাকে পরোক্ষে নির্বোধ বলেন বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি ৷
তাঁর কথায়, ‘‘ম্যান মেড কথাটা কি প্রথম শুনলেন মুখ্যমন্ত্রী ? যখনই কিছু উনি সামলাতে পারেন না, তখনই ম্যান মেড বলে চালিয়ে দেন ।’’ রাহুল সিনহার দাবি, ভবানীপুরের উপনির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন ৷ প্রশাসনিক কাজে সেভাবে নজর দেননি ৷ তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাই এই পরিস্থিতির জন্য তিনি মমতাকে দায়ী করেছেন ৷
আরও পড়ুন :Mamata Banerjee : ডিভিসির কাছে ক্ষতিপূরণ চাইবে রাজ্য, মোদিকে চিঠি লিখে অভিযোগও জানাবেন মমতা
একই সঙ্গে রাহুল সিনহার বক্তব্য, মুখ্যমন্ত্রী যখন নির্বাচনে লড়ছেন, তখন অন্য কাউকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া উচিত ছিল ৷ কিন্তু ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে অন্য কাউকে বসাতে চাননি ৷ তাই এই নিয়ে ডিভিসিকে দোষ দিয়ে লাভ নেই বলেই মনে করেন রাহুল সিনহা ৷
তাঁর কথায়, ‘‘পরপর যে নিম্নচাপ আসছে, সেটা আবহাওয়া দফতর বারবার বলেছে ৷ সকলেই জানেন ৷ উনি জানেন না । আসল কথা যেসমস্ত নদী ও খালগুলি আছে, তা সংস্কারে কেন্দ্রীয় সরকার এগিয়ে এলে বাধা দেওয়া হয়েছে । এই রাজ্যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হয়নি । সব মিলিয়ে এমন একটা জায়গা তৈরি হয়েছে, একটু জল ছাড়লেই বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে ।’’