পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rahul Sinha : বন্যা পরিস্থিতি নিয়ে নির্বোধের মতো কথা বলছেন মমতা, তোপ রাহুলের - BJP

বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ঘাড়েই দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পালটা তোপ দাগলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ মুখ্যমন্ত্রীকে তিনি নির্বোধ বলেও কটাক্ষ করলেন ৷

bjp leader rahul sinha attack mamata banerjee on dvc issue
Rahul Sinha : বন্যা পরিস্থিতি নিয়ে নির্বোধের মতো কথা বলছেন মমতা, অভিযোগ রাহুলের

By

Published : Oct 2, 2021, 7:23 PM IST

হুগলি, 2 অক্টোবর : রাজ্যের বেশ কয়েকটি জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ঘাড়েই দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পালটা তোপ দাগলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ শনিবার হুগলিতে তিনি দলের একটি কার্যক্রমে উপস্থিত হয়েছিলেন ৷ সেখানেই মমতাকে পরোক্ষে নির্বোধ বলেন বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি ৷

তাঁর কথায়, ‘‘ম্যান মেড কথাটা কি প্রথম শুনলেন মুখ্যমন্ত্রী ? যখনই কিছু উনি সামলাতে পারেন না, তখনই ম্যান মেড বলে চালিয়ে দেন ।’’ রাহুল সিনহার দাবি, ভবানীপুরের উপনির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন ৷ প্রশাসনিক কাজে সেভাবে নজর দেননি ৷ তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাই এই পরিস্থিতির জন্য তিনি মমতাকে দায়ী করেছেন ৷

আরও পড়ুন :Mamata Banerjee : ডিভিসির কাছে ক্ষতিপূরণ চাইবে রাজ্য, মোদিকে চিঠি লিখে অভিযোগও জানাবেন মমতা

একই সঙ্গে রাহুল সিনহার বক্তব্য, মুখ্যমন্ত্রী যখন নির্বাচনে লড়ছেন, তখন অন্য কাউকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া উচিত ছিল ৷ কিন্তু ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে অন্য কাউকে বসাতে চাননি ৷ তাই এই নিয়ে ডিভিসিকে দোষ দিয়ে লাভ নেই বলেই মনে করেন রাহুল সিনহা ৷

তাঁর কথায়, ‘‘পরপর যে নিম্নচাপ আসছে, সেটা আবহাওয়া দফতর বারবার বলেছে ৷ সকলেই জানেন ৷ উনি জানেন না । আসল কথা যেসমস্ত নদী ও খালগুলি আছে, তা সংস্কারে কেন্দ্রীয় সরকার এগিয়ে এলে বাধা দেওয়া হয়েছে । এই রাজ্যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হয়নি । সব মিলিয়ে এমন একটা জায়গা তৈরি হয়েছে, একটু জল ছাড়লেই বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে ।’’

আরও পড়ুন :Mamata Banerjee : সব টাকা জলেই চলে যাচ্ছে, বন্যা পরিবর্দশনে গিয়ে মন্তব্য মমতার

তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নির্বোধের মতো কথা বললে চলবে না । যদি জল না ছাড়ে, তাতে যদি ড্যাম ভেঙে যায়, তাহলে গোটা বাংলা ভেসে যাবে । দক্ষিণবঙ্গের আর কোনও অস্তিত্বই থাকবে না ৷’’

এছাড়া এদিন তিনি ভবানীপুরের উপনির্বাচন নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন ৷ তাঁর দাবি, ভবানীপুরের মানুষ মমতাকে প্রত্যাখান করেছেন ৷ সেটা বুঝতে পেরেই প্রতিটি সভা থেকে মানুষকে ভোট নষ্ট না করার কথা বারবার বলতে হয়েছে মমতাকে ৷

আরও পড়ুন :Agnimitra Paul : 'পিসি মেড বন্যা' বলে পাল্টা কটাক্ষ অগ্নিমিত্রা পলের

তিনি আরও বলেন, ‘‘35 শতাংশ মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছেন । তাতে বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রীকে কেউ চাননি । তবে 35 শতাংশের উপরে যে 57 শতাংশ ভোট হয়েছে । সেটা কতটা জল মেশানো আছে ও কতটা লুটের ভোট, সেটা হিসাব করতে হবে । কিন্তু আমি মনে করি এত কম ভোট প্রমাণ করে দিচ্ছে, নন্দীগ্রামের মতোই ভবানীপুরের মানুষও মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করেছেন ।’’

ABOUT THE AUTHOR

...view details