ধনেখালি, 7 মে : বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ ধনেখালিতে বিডিও অফিসের বাইরে তাঁকে দেখে ‘লকুদি দূর হটো’ স্লোগান উঠল ৷ ফাটানো হল বোমা ৷ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ধনেখালি থানার পুলিশ ও র্যাফ ৷
আজ পাণ্ডুয়া ও ধনেখালি বিডিও অফিসে যান লকেট চট্টোপাধ্যায় । ধনেখালির বিডিও বিপ্লব চক্রবর্তী সঙ্গে শান্তি বৈঠক করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ ৷ পরিস্থিতি দেখে শান্তি বৈঠক বন্ধ করে দেওয়া হয় । লকেট বলেন, "এলাকায় বোমাবাজি চলছে । এখানে আমি অসুরক্ষিত ৷ তাহলে সাধারণ মানুষের কী অবস্থা ভেবে দেখুন । কয়েক হাজার মানুষের বাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ লুঠপাট চালানো হয়েছে । এ ধরনের পরিস্থিতি সামাল দিতে হবে ।’’
আরও পড়ুন : আইএসএফ প্রার্থীর বাড়ির পিছন থেকে প্রচুর বোমা উদ্ধার
সাংসদ বলেন, "তৃণমূল জিতেছে বলে জোরজুলুম করব বাড়ি ভাঙচুর করব, এটা হয় না । রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলছি ৷ সবার জন্য বলছি । আমাদের কর্মীদের মা-বোনেদের বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে । এই পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে ।" তিনি আরও বলেন, "ধনেখালি বিডিও অফিসের সামনে বোমাবাজি হচ্ছে । আজ আমি যদি অসুরক্ষিত থাকি তাহলে সাধারণ মানুষের কী হবে ? ধনেখালি বিডিওকে আমরা জানিয়েছি । বহু মানুষ ঘরছাড়া ৷ বাড়ি ভাঙচুর হচ্ছে । প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই জানতে চাই । ধনেখালি ব্লক আধিকারিক আমাকে বলছেন বেরিয়ে যান ।"
ধনেখালির বিধায়ক অসীম পাত্র বলেন, "শান্ত জায়গাকে অশান্ত করার জন্য উনি আসছেন । উস্কানিমূলক কথা বলছেন । তাই তাঁর বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে । উস্কানি দেওয়ার জন্য আমরা অভিযোগ জানাব । কোথায় বোমাবাজি হয়েছে, কোথায় বিক্ষোভ হয়েছে উনি দেখান । উনি আগে জবাব দিন গোপাল পাত্র কেন খুন হল ? কেন আদিবাসী যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ?"