হুগলি, 19 এপ্রিল:আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হুমকি ৷ গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা অম্লান দত্ত । মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ সাংসদের হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে একটি মেসেজ আসে বলে জানা গিয়েছে ৷ তাতে লেখা ছিল, 'তুই বাঁচবি তো' ৷ সাংসদ বুধবার শ্রীরামপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন । এরপরই চন্দননগর পুলিশ কমিশনারেট ঘটনার তদন্ত শুরু করে ওই বিজেপি নেতাকে আটক করে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে বাড়ি ধৃত বিজেপি নেতার। পৌরসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন লড়েছেন তিনি বলে সূত্রের খবর ।
প্রসঙ্গত, আরামবাগের সাংসদ রাজ্যের বিরোধী দলনেতাকে জুতো দেখিয়ে আক্রমণ করেন । সেই কারণে ওই বিজেপি নেতা এই হুমকি দিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে । যদিও সাংসদ অপরূপার আক্রমণকে তেমন গুরুত্ব দেননি শুভেন্দু অধিকারী । সেটা মঙ্গলবার সিঙ্গুরে এসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি । তবে বিজেপির তরফে ব্যক্তি আক্রমণকে সমর্থন না-করলেও তাদের প্রশ্ন সামান্য কথার জন্য রাজনৈতিক নেতাকে গ্রেফতার করবে কেন পুলিশ।
তবে সাংসদ অপরূপা পোদ্দার হুমকির বিষয়টিকে ভালো চেখে দেখেননি ৷ তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷ এদিন গোঘাটে এক দলীয় অনুষ্ঠানে গিয়ে ঘটনায় সরব হন অপরূপা ৷ তিনি বলেন, "বিজেপি এই অম্লান দত্তের মাধ্যমে আমাকে ধমকাবে, আমি পরোয়া করি না । আইন আইনের মতো ব্যবস্থা নেবে । কেনও হুমকি দিয়েছে সেটা অম্লান দত্ত বলতে পারবে । আমাকে যা বলেছে, তা নিয়ে আমি পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি । আমি কাউকে ভয় করি না । আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে লড়াই করা শিখেছি । বিজেপি অন্যায় করছে ভারতবর্ষের বুকে, মানুষকে বঞ্চিত করছে । আমি মরার শেষ দিন পর্যন্ত লড়াই করব । শুভেন্দু অধিকারী মমতাদির ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠেছিল। দিদি ছিল বলে শুভেন্দু তৈরি হয়েছিল। আর তিনি সোশাল মিডিয়ায় টুইট করতে বেশি ভালোবাসেন । উনি বাপের ব্যাটা নন, যে প্রকাশ্যে এসে ডিবেট করতে পারে।"