গোঘাট, 7 মে : ভোট পরবর্তী অশান্তির কারণ হিসাবে দলের উচ্চ নেতৃত্বকেই দায়ী করলেন বিজেপির মণ্ডল সভাপতি । একইসঙ্গে একপ্রকার বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেলেন গোঘাটের বিজেপির 46 নং মণ্ডল সভাপতি শিশির রায় ।
তিনি তাঁর ফেসবুক ওয়ালে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । যেখানে দেখা যাচ্ছে, বিজেপির গোঘাটের প্রথম সারির নেতা শিশিরবাবু রাজ্য নেতৃত্বকে কার্যত তুলোধোনা করেছেন । আগামীদিনে নেতৃত্বের নির্দেশ সংগঠন সাজানো কোনওভাবেই সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিশিরবাবু ৷