জাঙ্গিপাড়া, 9 অক্টোবর: জাঙ্গিপাড়ার শ্রীহট্টে নাবালিকার রহস্য মৃত্যু ৷ রবিবার এলাকা পরিদর্শনে গেল বিজেপির একটি প্রতিনিধি দল ৷ প্রথমে থানায় তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ তারপর সেখান থেকে মৃত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান তাঁরা (BJP Delegation Meets With Dead Minor Girl Family) ৷ বিজেপির এই প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tiberwal), রাজ্য বিজেপির সম্পাদক বিমান ঘোষ-সহ অন্যান্যরা ৷ তবে, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার আগে, তাঁদের গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় ৷ পরে অবশ্য নিহত ওই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্ব ৷ প্রসঙ্গত, এ দিন সকালে কংগ্রেসের তরফে শ্রীহট্টা গ্রামে একটি প্রতিনিধি দল গেলে গ্রামবাসীরা তাঁদের লাঠি নিয়ে তাড়া করেন ৷
উল্লেখ্য, দশমীর রাতে ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা ৷ শনিবার স্থানীয় একটি ঝিল থেকে তার দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় উত্তেজনা ছড়ায় জাঙ্গিপাড়া থানার শ্রীহট্ট এলাকায় ৷ পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, ধর্ষণ করে তাঁদের মেয়েকে খুন করা হয়েছে ৷ পুলিশ তদন্তে নেমে ঝিলের পাশ থেকে একজোড়া জুতো উদ্ধার করেছে ৷ পরিবার সূত্রে জানা যায়, দশমীর রাতে ভাই-বোনেদের সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বের হয় ওই নাবালিকা ৷ বাকিরা বাড়ি ফিরলেও, ওই নাবালিকার খোঁজ পাওয়া যায়নি ৷ এর পর পরিবারের লোক থানায় গেলে পুলিশ কোনও সহযোগিতা করেনি বলেও অভিযোগ উঠেছে ৷