পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডানকুনিতে BJP-র পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ

হুগলির ডানকুনিতে BJP-র দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

ছেঁড়া ব্যানার

By

Published : Apr 22, 2019, 2:55 PM IST


ডানকুনি, 22 এপ্রিল : BJP-র দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । হুগলির ডানকুনির ঘটনা । যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

অভিযোগ, গতরাতে ডানকুনির বিভিন্ন এলাকায় BJP প্রার্থী দেবজিৎ সরকার, নরেন্দ্র মোদি, অমিত শাহ, দিলীপ ঘোষ, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবির ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল কর্মীরা । আজ সকালে ছেঁড়া দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার দেখতে পান BJP কর্মীরা । কোথাও ব্যানারে দেবজিৎ সরকারের মুখ কেটে দেওয়া হয়েছে । আবার কোথাও নরেন্দ্র মোদির মুখ কেটে দেওয়া হয়েছে । কোথাও বা ব্যানার ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। যেমন জাঙ্গিপাড়ার আঁটপুর অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে BJP-র পতাকা ছিঁড়ে পুকুরে ফেলা হয়েছে । ডানকুনির চামুণ্ডাতলা, মিলনসংঘ, ডানকুনি উড়ালপুল এলাকায় এই রকম অনেকগুলি হোর্ডিং ছিঁড়ে ফেলা হয় । দেবজিৎ সরকার বলেন, "তৃণমূল এইভাবে অশান্তি লাগানোর প্ররোচনা করছে ।"

হুগলি জেলার OBC মোর্চার সহসভাপতি গণেশ রায় বলেন, "এই সংস্কৃতি ডানকুনি এবং শ্রীরামপুরে নতুন তৈরি হয়েছে । শ্রীরামপুর লোকসভার বিভিন্ন এলাকায় দেবজিৎ সরকারের সমর্থনে হেডিং, ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছিল । গতরাতে সেগুলি ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।" তিনি পালটা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরাও এবার কাউন্টার করব । এবার আমরাও মমতা ব্যানার্জির ছবি দেওয়া ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেব । তাতে জেল খাটতে হলেও এটা আমরা করব । আমরা আর মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের অত্যাচার সহ্য করব না । আমরা ডানকুনি থানায় অভিযোগ জানিয়েছি । পুলিশ ব্যবস্থা নেবে বলেছে ।"

অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা সুবীর মুখার্জি বলেন, "তৃণমূল এরকম ঘৃণ্য রাজনীতি করে না । তৃণমূল BJP-কে কোনও প্রতিযোগী হিসাবেই গণ্যই করে না । তারা কোথায় ফ্লেক্স লাগাল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই । আমরা চাই তারা আরও প্রচার করুক । কিন্তু, তারা নিজেদের গোষ্ঠীদ্বন্ধ সামলাক । এটা গোষ্ঠীদ্বন্ধের বহিঃপ্রকাশ । নব্য BJP বনাম আদি BJP । তৃণমূল কংগ্রেস থেকে কিছু পচা লোক চলে গিয়ে নব্য BJP-র রূপ ধারণ করে আদি BJP-র সাথে লড়াই করছে । ওরা তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details