পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফান দুর্নীতিতে জেলাজুড়ে আন্দোলনে BJP ও CPI(M)

এবার আমফান দুর্নীতি নিয়ে হুগলি জেলাজুড়ে আন্দোলনে নামল দুই বিরোধী দল CPI(M) ও BJP ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করল তৃণমূল ৷

By

Published : Jun 27, 2020, 1:03 AM IST

Updated : Jun 28, 2020, 6:23 AM IST

BJP and CP(I)M allegations against TMC
আন্দোলন৷

হুগলি, 26জুন: জেলাজুড়ে আমফান দুর্নীতি নিয়েসরব বিরোধীরা । পঞ্চায়েত অফিসগুলিতে বিক্ষোভ দেখালCPI(M)BJPকোথাও পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হল,কোথায়রাস্তা অবরোধ হল ৷ রাজ্যের বিরোধী দলগুলির অভিযোগ,পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধান,সকলেই নিজের আত্মীয়স্বজনকে সরকারিক্ষতিপূরণ পাইয়ে দিচ্ছেন ৷ বঞ্চিত হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৷

শুক্রবার পাণ্ডুয়ার সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখায়BJP৷ পঞ্চায়েত অফিসে তালা মেরে কয়েকঘণ্টা ধরে বিক্ষোভ দেখানো হয় ।BJPকর্মীদের অভিযোগ,আমফানে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি ৷ বেছে বেছে তৃণমূল কর্মীদেরই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ।তাদের দাবি,যত ক্ষণনা পঞ্চায়েত প্রধান সদুত্তর দেবে,ততক্ষণ বিক্ষোভ চলবে । আজ পাণ্ডুয়ারই হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বৈঁচি-গুরাপ রোড অবরোধ করেবিক্ষোভ দেখায়BJPকর্মীরা।অভিযোগ ছিল,দীর্ঘদিনপঞ্চায়েতের অ্যাম্বুলেন্স বিকল হয়ে রয়েছে, 100দিনের কাজেও দুর্নীতি হচ্ছে । এরপরআমফানের ক্ষতিপূরণ নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে । অন্যদিকে আজ কুমীরমোড়া গ্রামপঞ্চায়েত ও গরল গাছা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ সমাবেশ করেCPI(M)মিছিল করে পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ দেখানো হয় ।

CPI(M)নেতা ভক্তরাম পান বলেন,"গোটারাজ্যের মতোই জেলাজুডেও বিক্ষোভ দেখানো হচ্ছে । কোরোনা ও আমফানে মানুষ যখনবিপর্যস্ত তখন তৃণমূল চাল-ডাল চুরি করেছে । আমফানের ক্ষতিপূরণ আত্মীয়দের পাইয়েদিচ্ছে । না হলে গরলগাছা পঞ্চায়েতের প্রধানের স্ত্রীর নামে টাকা বরাদ্দ হয় !তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল । রাজ্যের মানুষ জেনে গেছে । "

সিমলাগরেরBJP-রমণ্ডল সভাপতি ভজহরি শর্মা বলেন, "গরিব মানুষকে আমফানের ক্ষতিপূরণ দেওয়াহচ্ছে না ৷ তৃণমূলের নেতা,সদস্য ওতাদের পরিবারকে দেওয়া হচ্ছে ৷ যাদের দোতলা বাড়ি আছে তাদেরকে ক্ষতিপূরণ বাবদ কুড়িহাজার টাকা দেওয়া হয়েছে । আমরাBDO-কে অভিযোগ করেছি । গোটা পাণ্ডয়াজুড়ে86লাখ টাকার দুর্নীতি করেছে তৃণমূল ।আমরা চাই তৃণমূল যে টাকা আত্মসাৎ করেছে,সরকার তা ফিরিয়ে দিক গরিব মানুষকে।"

যদিওযাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের কথায় সবটাই রাজনীতি ৷

তৃণমূলেরহুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "BJPরাজনীতি করার জন্য বিভিন্ন জায়গায়বিশৃঙ্খলা সৃষ্টি করছে ৷ এরা চাইছে প্রশাসনের দিকে আঙুল তুলুক মানুষ ৷মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন,যারা ক্ষতিগ্রস্ত তারাBDO-র কাছে আবেদন করতে পারবেন । রাজনীতিকরছেBJPCPI(M)৷ পঞ্চায়েতে তালা মেরে আগুনজ্বালিয়ে আন্দোলন হয় না ।"

Last Updated : Jun 28, 2020, 6:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details