হুগলি, 26 সেপ্টেম্বর : BJP-র সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব পেয়েই কৃষি বিলের বিরুদ্ধে প্রচার নিয়ে মুখ খুললেন মুকুল রায় । শনিবার হুগলির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কৃষি বিলের সমর্থনে কথা বলেন তিনি ।
মুকুল রায় বলেন, “যে আইনটা 1855 সালে হয়েছে । এতদিন পর এই আইনের সংশোধনের প্রয়োজনীয়তা ছিল । এই বিল কৃষকদের স্বার্থরক্ষা করার জন্য তৈরি হয়েছে । এখানে আম্বানি আদানি আসছে না । কৃষক, ফলন এবং মানুষের স্বার্থেই এই বিল । সারা রাজ্যে 6 শতাংশ চাষ চুক্তিভিত্তিক হয় । এখানে শুধুমাত্র মালিক এবং কৃষকদের সঙ্গে সম্পর্ক থাকবে । কৃষকদের বঞ্চিত হওয়ার কোনও ব্যাপার নেই । এতে কৃষকরা লাভবান হবেন ।"