পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Agitation: নায্য সহায়ক মূল্যের দাবিতে রাস্তায় পেঁয়াজ ফেলে বিক্ষোভ বিজেপির

বলাগড়ে আড়াই হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয় (BJP Agitation in Balagarh)৷ এই বছর বিঘা প্রতি 40 মন পেঁয়াজ উৎপাদন হয়েছে ৷ খরচ হয়েছে বিঘা প্রতি 25 হাজার টাকা ৷ কিন্তু কেজি প্রতি 5 টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ ৷ তাই হুগলির বলাগড়ে রাস্তায় পেঁয়াজ ফেলে ও আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 20, 2023, 10:27 PM IST

পেঁয়াজের ঝাঁঝ থাকলেও দাম নেই

হুগলি, 20 ফেব্রুয়ারি: পেঁয়াজের ঝাঁঝ থাকলেও, দামের ঝাঁঝ নেই ৷ তাই পিঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির। সোমবার বিকালে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মুক্তারপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখায় বিজেপি । অসম রোডের উপর পেঁয়াজ ছড়িয়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

হুগলির বলাগড়ে পেঁয়াজের ব্যাপক চাষ হয় । কিন্তু কয়েক বছর ধরেই পেয়াঁজ চাষীরা সেভাবে লাভ পাচ্ছেন না (Agitation by BJP For Onion Price)৷ দু‘বছর আগে পেঁয়াজ চাষে লোকসানের কারণে পিঁয়াজ চাষীরা আত্মহত্যার ঘটনাও ঘটেছে এরাজ্যে । এবছরও পেঁয়াজের দাম এতটাই কমে গিয়েছে চাষিদের চাষের খরচটুকুও উঠেছে না ৷ তাই প্রতিবাদ জানাতে রাস্তায় নামল বিজেপি ৷ রাস্তায় পিঁয়াজ ফেলে বিক্ষোভ দেখাচ্ছে । আগামিদিনে চাষিরা পিঁয়াজের দাম না-পেলে বড় আন্দোলনের পথে যাবে বলেও হুঁশিয়ারি দেয় । পাশপাশি রকারকে ন্যায্য মূল্যের পিঁয়াজ কেনার ব্যবস্থা করতে হবে । যেহারে সার ও তেলের দাম বেড়েছে তাতে চাষ করে কোনওরকম লাভ হচ্ছে না চাষিদের ।

আরও পড়ুন:নায্য সহায়ক মূল্যের দাবিতে রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধে বামেদের

এদিনের এই বিক্ষোভ প্রসঙ্গেই বিজেপি নেতা অনিমেষ দেবনাথ জানান, সিঙ্গুরে মুখ্যমন্ত্রী চাষিদের হাসি আর খুশি থাকতে বলেছিলেন । আর আজ কৃষক পরিবারের আর্তনাদ শোনা যাচ্ছে ৷ ব্লকের কৃষি আধিকারিকরা উদাসীন । ফসলের যা দাম তাতে এরপর কৃষকরা আত্মহত্যা করবে ৷ বিজেপি নেতার পালটা জবাবে তৃণমূলের জেলা পরিষদের সদস্য ও তৃণমূল নেত্রী রুনা খাতুন বলেন, "বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে । দিল্লিতে কৃষক আন্দোলন সঙ্গ দেয়নি । এখন লোক দেখানোর জন্য পিঁয়াজ ফেলে আন্দোলন করছে । রাজ্য সরকার চাষিদের জন্য যথেষ্ট চিন্তাশীল । ন্যায্যমূল্যে ধান কিনছে । পিঁয়াজের বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে ।"

পেঁয়াজ চাষি অধীর দাস বলেন, "দাম নেই চাষের ফসলের । সারের ও তেলের দাম আগুন । আর আমরা চাষীরা পেঁয়াজ বিক্রি করতে পারছি না।আমরা চাই বাইরের দেশে বিক্রি হোক পেঁয়াজ । না-হলে চাষ করতে গিয়ে যে টাকা ঋণ আমাদের আছে তা জমি বেচলেও শোধ হবে না। তাই আমরা এই রাজ্যে সরকার কে বলছি ৷ আমাদের ফসল দেশের বাইরে বিক্রির ব্যবস্থা করতে হবে । না-হলে এর পর না-খেতে পেয়ে মরে যাতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details