পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এলাকায় BJP-র 150 টি পতাকা লাগালেন তৃণমূল নেতা, কেন ?

অভিযোগ ছিল যে, এলাকায় ভোটের আগে BJP-র লাগানো বহু দলীয় পতাকা তিনি খুলে ফেলে দিয়েছিলেন । তাই ভোটের ফল প্রকাশের পর ক্ষুব্ধ BJP কর্মীরা তৃণমূল নেতাকে দিয়ে এলাকায় 150টি পতাকা লাগিয়েছে ।

তৃণমূল নেতা

By

Published : Jun 8, 2019, 11:17 AM IST

হুগলি, 8 জুন : তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা তথা পঞ্চায়েত সদস্য নিজের এলাকায় BJP-র 150টি পতাকা লাগালেন । গতকাল হুগলির পুরশুড়ার ভাঙামোড়া এলাকার ঘটনা । স্থানীয় তৃণমূল নেতা তাপস পোড়েলের বিরুদ্ধে BJP-র অভিযোগ ছিল যে, এলাকায় ভোটের আগে BJP-র লাগানো বহু দলীয় পতাকা তিনি খুলে ফেলে দিয়েছিলেন । তাই ভোটের ফল প্রকাশের পর ক্ষুব্ধ BJP কর্মীরা তাপসকে দিয়ে এলাকায় 150টি পতাকা লাগিয়েছে ।

তাপস বলেন, "খুশিগঞ্জ বাজারে শুক্রবার আমাকে ওরা (BJP কর্মী ও সমর্থকরা) একা পেয়ে ঘিরে ফেলে । তার পর হুমকি দেয় ও ভয় দেখায় । ওদের কাছে ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ছিল । আমার হাতে দেড়শোটি পতাকা ধরিয়ে দিয়ে সেগুলো টাঙাতে বলে । আমি নিরুপায় হয়ে ওদের কথা মতো পতাকাগুলো লাগাই ।"

যদিও BJP-র পুরশুড়া মণ্ডল কমিটির সভাপতি হেমন্ত সাঁতরা বলেন, "ওই তৃণমূল নেতাকে হেনস্থা করা হয়নি । ওনাকে মারধর না করে সম্মানের সঙ্গেই পতাকা লাগাতে বলেছিলাম আমরা । BJP গণতন্ত্রে বিশ্বাস করে, সম্মান করে । তাই কোনও হিংসার পথে না গিয়ে শান্তিপূর্ণ ভাবে এই কাজ করা হয়েছে ।"

পুরশুড়া থানার পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details