শ্রীরামপুর , 15 জুন : আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে ভেঙেছে অসংখ্য বাড়ি । ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ । ক্ষতির প্রভাব থেকে বাদ পড়েনি পক্ষীকুলও । শুধুমাত্র হুগলি জেলায় 70 হাজারের বেশি ছোটো বড় গাছ ভেঙে পড়েছে । ফলে অসংখ্য পাখির মৃত্যু হয়েছে । নষ্ট হয়েছে অসংখ্য পাখির বাসা । টিয়া , টুনটুনি , শালিক , বুলবুলি , হাঁড়িচাচা-সহ অসংখ্য পাখি এখন বাসাহীন । তাই এবার পাখিদের ঘরে ফেরার ব্যবস্থা করল শ্রীরামপুরের কয়েকজন যুবক । তাঁদের উদ্যোগে প্রথমে শ্রীরামপুরের বল্লভপুরে গঙ্গার পারের কয়েকটি গাছে 20 টি কৃত্রিম বাসা বাঁধা হয় । দেখা যায় বাসাগুলিতে অনেক পাখি আসছে । তাই এবার গোটা শ্রীরামপুর জুড়ে বিভিন্ন গাছে আরও বাসা তৈরি করার উদ্যোগ নিলেন তাঁরা ।
গাছের ডাল পাখিদের আশ্রয়ের জায়গা । সেখানেই তারা বাসা বাঁধে । কিন্তু আমফানের কারণে গাছ ভেঙে পড়ায় অনেক বাসা নষ্ট হয়ে গেছে । তাই কৃত্রিমভাবে বাসা তৈরি করে জীববৈচিত্র্যকে বাঁচানোর উদ্যোগ নিয়েছেন শ্রীরামপুরের কয়েকজন পাখিপ্রেমী যুবক । মাটির কলসিতে খরকুটো ভরে একদিকে গোল করে কেটে সবুজ রং করে গাছে গাছে বসিয়ে দেওয়া শুরু করেন তাঁরা । প্রবল বর্ষাতে এইভাবে কৃত্রিম বাসা তৈরি করলে জীব বৈচিত্র্যের একটা অংশ বাঁচানো সম্ভব হবে বলে জানাচ্ছেন পাখি প্রেমিকরা ।