পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Darjeeling Municipality: দার্জিলিং পৌরসভা অনিতের দখলে যেতেই পদত্যাগ বিনয় তামাংয়ের - হাইকোর্ট

দার্জিলিং পৌরসভার অনাস্থা ভোটে অনুপস্থিত থেকে পরাজিত হয় হামরো পার্টি। নতুন বোর্ড গঠনের পথে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এদিকে অনাস্থা ভোট (Darjeeling Municipality No Confidence Vote) সম্পূর্ণ বেআইনি এই দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অজয় এডওয়ার্ড শিবির। কিন্তু আদালতে সেই মামলা খারিজ হয়ে যায়। যার ফলে বুধবার নির্ধারিত দিনেই অনাস্থা ভোট হয়। ফলে এবার এই ভোট প্রক্রিয়াও বেআইনি এই দাবি করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে হামরো পার্টি। এরপরই দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality) অনিতের দখলে যেতেই দলত্যাগ করলেন হিল তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাং (Binay Tamang) ।

Darjeeling Municipality
পদত্যাগ বিনয় তামাংয়ের

By

Published : Dec 28, 2022, 5:59 PM IST

Updated : Dec 28, 2022, 6:42 PM IST

অনিত থাপার দখলে দার্জিলিং পৌরসভা যেতেই পদত্যাগ বিনয় তামাংয়ের

দার্জিলিং, 28 ডিসেম্বর:দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality) অনিতের দখলে যেতেই দলত্যাগ করলেন হিল তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাং (Binay Tamang) । অন্যদিকে, পৌরসভা হাতছাড়া হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। বিনয় তামাংয়ের দলত্যাগের পরই রাজনৈতিকমহলে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিনয় তামাং স্পষ্ট জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর যদি অনিত থাপাকে সমর্থন করেন তাহলে তিনি পদত্যাগ করবেন। এদিন দুই কাউন্সিলর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন করতেই বিনয় তামাং নিজের দলত্যাগের কথা প্রেস বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে দেন। তবে রাজনৈতিক মহলের মতে, ফের গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের শিবিরে যোগ দেবেন।

প্রসঙ্গত, বিমল গুরুংয়ের 2017 সালের সশস্ত্র আন্দোলনের সময় গা-ঢাকা দিলে পাহাড়ের রাশ চলে গিয়েছিল বিনয় তামাং ও অনিত থাপার হাতে। এরপর দু'জনে মিলে নতুন করে গোর্খা জনমুক্তি মোর্চা তৈরি করেন। কিন্তু দার্জিলিং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন বিনয় তামাং। ফলে সেই সময় রাজ্যের তরফে জিটিএ'র প্রশাসক করা হয় অনিত থাপাকে। নির্বাচনে জয়ের পরই অনিতের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে বিনয় তামাংয়ের। পরবর্তীতে জিটিএ নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিনয় তামাং। জিটিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন ও জয়ী হন। কিন্তু ব্যাপক আসন পেয়ে জিটিএ নির্বাচনে জয় পান অনিত থাপাও। যার ফলে পাহাড়ের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও একপ্রকার কোণঠাসা হয়ে পরেন বিনয় তামাং।

আরও পড়ুন:পাহাড়ে বিমল-অজয়ের পাশে তৃণমূলের বিনয় তামাং, তাঁর মোর্চায় ফেরা নিয়ে জল্পনা

নিজের অস্তিত্ব সংকোটে রয়েছে বুঝে ফের বিমল গুরুংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা শুরু হয়। পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে শুরু হয় এক মঞ্চ তৈরি করার। আর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা অনিত শিবিরকে সমর্থন করতেই দলত্যাগের ঘোষণা করেন বিনয় তামাং। এই বিষয়ে বিনয় তামাং বলেন, "আমি আজ থেকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে নিজেকে বিচ্ছিন্ন করছি। দল আমাকে কোনও শাস্তি দিলে আমি তার জন্য প্রস্তুত। দার্জিলিংয়ে গণতন্ত্র এখন বড় হুমকির মুখে। পাহাড়ের নেতাদের কোণঠাসা করে দেওয়া হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দুর্নীতি বন্ধ করতে গোর্খা জনগণের সাংবিধানিক ন্যায়বিচার অর্জনের জন্য আন্তরিকতা এবং সততার সঙ্গে উৎসর্গ করতে রাজি। আমার রাজনৈতিক পদক্ষেপ খুব দ্রুত জানাব।"

এই বিষয়ে দার্জিলিং হিল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শান্তা ছেত্রী বলেন, "আমি বিনয় তামাংয়ের বিষয়টি হাইকম্যান্ডকে জানিয়েছি। যেমন নির্দেশ আসবে সেই মতো কাজ হবে।"

অন্যদিকে, অজয় এডওয়ার্ড বলেন, "হামরো পার্টির কাউন্সিলরদের মাথাপিছু 70 থেকে 80 লক্ষ টাকা করে প্রলোভন দেখানো হয়েছিল। বিল্ডারদের সঙ্গে মিলে কেনা-বেচা হয়েছে। আমরা ন্যায়ের দাবিতে সুপ্রিম কোর্টে যাব।" যদিও পাহাড়ে উঠে আসা নতুন সমীকরণ নিয়ে অনিত থাপা বলেন, "এই নতুন সমীকরণ পাহাড়ের জন্য নয়। অনিত থাপাকে আটকাতে করা হয়েছে। কিন্তু তাতে লাভ হবে না। কারণ পাহাড়বাসী গঠন ও বাস্তব রাজনীতি বুঝে গিয়েছে। আমরা কেনা-বেচা, হুমকি দিয়ে কাউকে আনিনি। স্ব-ইচ্ছায় সবাই এসেছে।"

আরও পড়ুন:দার্জিলিং পৌরসভা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে, সাতদিনেই গঠন হবে নতুন বোর্ড

Last Updated : Dec 28, 2022, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details