দার্জিলিং, 28 ডিসেম্বর:দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality) অনিতের দখলে যেতেই দলত্যাগ করলেন হিল তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাং (Binay Tamang) । অন্যদিকে, পৌরসভা হাতছাড়া হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। বিনয় তামাংয়ের দলত্যাগের পরই রাজনৈতিকমহলে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিনয় তামাং স্পষ্ট জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর যদি অনিত থাপাকে সমর্থন করেন তাহলে তিনি পদত্যাগ করবেন। এদিন দুই কাউন্সিলর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন করতেই বিনয় তামাং নিজের দলত্যাগের কথা প্রেস বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে দেন। তবে রাজনৈতিক মহলের মতে, ফের গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের শিবিরে যোগ দেবেন।
প্রসঙ্গত, বিমল গুরুংয়ের 2017 সালের সশস্ত্র আন্দোলনের সময় গা-ঢাকা দিলে পাহাড়ের রাশ চলে গিয়েছিল বিনয় তামাং ও অনিত থাপার হাতে। এরপর দু'জনে মিলে নতুন করে গোর্খা জনমুক্তি মোর্চা তৈরি করেন। কিন্তু দার্জিলিং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন বিনয় তামাং। ফলে সেই সময় রাজ্যের তরফে জিটিএ'র প্রশাসক করা হয় অনিত থাপাকে। নির্বাচনে জয়ের পরই অনিতের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে বিনয় তামাংয়ের। পরবর্তীতে জিটিএ নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিনয় তামাং। জিটিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন ও জয়ী হন। কিন্তু ব্যাপক আসন পেয়ে জিটিএ নির্বাচনে জয় পান অনিত থাপাও। যার ফলে পাহাড়ের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও একপ্রকার কোণঠাসা হয়ে পরেন বিনয় তামাং।
আরও পড়ুন:পাহাড়ে বিমল-অজয়ের পাশে তৃণমূলের বিনয় তামাং, তাঁর মোর্চায় ফেরা নিয়ে জল্পনা