জাঙ্গিপাড়া, 6 এপ্রিল : ভোট চলাকালীন উত্তেজনা জাঙ্গিপাড়ায় ৷ তৃণমূল বিজেপি বচসা বাধে ৷
জাঙ্গিপাড়া রাজবলহাট হাইস্কুলে 7 ও 8 নম্বর বুথে উত্তেজনা । বুথে তৃণমূল এজেন্টের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা লাগে । তৃণমূল এজেন্ট বাড়ি ভাঙচুরের খবর পেয়ে দ্রুত পৌঁছান বাড়িতে ৷ এরপরই তিনি বাড়ি গিয়ে জানতে পারেন, তাঁর বাড়িতে ভাঙচুর হয়নি ৷ তবে তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা ৷ এতেই বাধে বিবাদ ৷ বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠতেই বিজেপি কর্মী সমর্থকেরা বুথের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে । মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে তাদের বিরুদ্ধে এই দাবিতেই সরব হয় তাঁরা ৷