পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengali Doctor's Hobby: 88টি দেশ ঘুরে 66 ধরনের পুতুল ও টাকা সংগ্রহ বাঙালি চিকিৎসকের - পুতুল

ক্যানসারের চিকিৎসক সঞ্জয় দাসের ছোটবেলা থেকেই শখ পুতুল সংগ্রহ করা । দীর্ঘ 60 বছরের জীবনে ইতিমধ্যেই 88টি দেশ ঘুরে ফেলেছেন তিনি । তাঁর সংগ্রহে রয়েছে 66 ধরনের দেশের পুতুল, বিদেশি টাকা ও মদের কালেকশন । সেই সব দেশের সংস্কৃতি ও শিল্পকে তুলে ধরার জন্য বিভিন্ন রকমের পুতুল সংগ্রহ করেছেন তিনি । তাঁর এই শখ ও জার্নির কথা শোনালেই চিকিৎসক নিজের মুখেই ।

Bengali Doctor
কোন্নগরের বাসিন্দা সঞ্জয় দাস

By

Published : Apr 1, 2023, 8:36 PM IST

66 ধরনের পুতুল ও টাকা সংগ্রহ বাঙালি চিকিৎসকের

কোন্নগর, 1 এপ্রিল:ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসক কোন্নগরের বাসিন্দা সঞ্জয় দাস । ছোটবেলা থেকেই পুতুল সংগ্রহের নেশা তাঁর । ভ্রমণপিপাসু এই বাঙালি শুধু ঘুরে বেরিয়েই ক্ষান্ত হননি । বিদেশি সংস্কৃতিকে তুলে এনেছেন তাঁর বেডরুমের শোকেসে । বিভিন্ন বিদেশি পুতুল থেকে শুরু করে টাকা ও কয়েন রয়েছে ডাক্তারবাবুর সংগ্রহে । শৈশবে পুতুল খেলা থেকেই পুতুলের প্রতি আকর্ষণ । বিভিন্ন দেশের পুতুলের মধ্যে সেই দেশের আর্থ সামাজিক ও সংস্কৃতির পরিচয় মেলে । তাই বিভিন্ন পুতুল সংগ্রহ করাই নেশা করেছেন তাঁর ৷

বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন । তাঁর ছোটবেলা থেকেই শখ পুতুল সংগ্রহ করা । বিভিন্ন দেশ বিদেশের গল্প শুনতেন । বাবা মার সঙ্গে বেড়াতে গিয়ে বায়না করতেন পুতুল কিনে দেওয়ার । তখন থেকেই বিভিন্ন রকমের পুতুল কিনে সংগ্রহ করেছেন । সেই সঙ্গে নেশা বিদেশ ঘুরে বেড়ানো । কর্মসূত্রে পড়াশোনার জন্য বিদেশ যান ।

ভ্রমণপিপাসু বাঙালিদের মতোই ফ্রান্স, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ৷ পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বেশিরভাগ জায়গায় ঘুরে বেড়িয়েছেন সঞ্জয়বাবু । দীর্ঘ 60 বছরের জীবনে 88টি দেশ ঘুরে ফেলেছেন তিনি । তাঁর সংগ্রহে রয়েছে 66 ধরনের বিদেশি পুতুল । রয়েছে প্রাচ্য পাশ্চাত্যের বিদেশি কয়েন ও টাকাও । এছাড়াও বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন ব্র্যান্ডের স্যাম্পেল মদ সংগ্রহ করেছেন তিনি । বিদেশি শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য তাঁর এই বিভিন্ন রকমের পুতুল সংগ্রহ করা বলেই জানিয়েছেন চিকিৎসক ।

88টি দেশ ঘুরে ফেলেছেন তিনি

আরও পড়ুন :এই গ্রামে হারানো মানুষদের জায়গা নেয় পুতুল

তাঁর ভ্রমণের নানা গল্প ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি । রয়েছে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল ৷ এত দেশ ঘুরে প্রায় তাঁর আয়ের 30 শতাংশ টাকা ব্যয় করে ফেলেছেন সঞ্জয় দাস । স্মৃতি হিসাবে নিয়ে এসেছেন নানা দেশের পুতুল ও টাকা । তাঁর দাবি, দেশ বিদেশ ভ্রমণ করাই লক্ষ্য ও নেশা তাঁর । আর বিভিন্ন দেশের সংস্কৃতিকে তুলে আনার জন্য রকমারি পোশাক পরা পুতুল কিনে আনা । হুগলির নবগ্রামের বাসিন্দা সঞ্জয় দাস । ছোটবেলায় ইতিহাস-ভূগোলের বইয়ে বিভিন্ন দেশ-বিদেশের কাহিনি পড়া ৷ তখন থেকেই সেগুলিকে স্বচক্ষে দেখার ইচ্ছা জন্মায় তাঁর । সেই থেকেই ভ্রমণের প্রতি শুরু তাঁর নেশা ।

সঞ্জয় দাসের কথায়, তাঁর পুতুলগুলি দেখলেই বোঝা যায় সেগুলি কোন দেশ থেকে আনা । যেমন নরওয়ে থেকে আনা পুতুল দেখতে এস্কিমোদের মতো ৷ জাপানের পুতুলের সাজসজ্জা জাপানি মানুষের মতন ৷ আফ্রিকার পুতুলটি দেখতে আফ্রিকার জনজাতির মতন । পুতুলের বেশ-ভূষা-পোষাক এমনকী তাদের মাথার টুপি থেকে পায়ের জুতো সবই অবিকল সেখানকার জনজাতির সংস্কৃতিকে তুলে ধরে । তাঁর সংগ্রহে রয়েছে এমনই প্রায় 66টি বিভিন্ন দেশের ছোট ছোট পুতুল ।

বিভিন্ন দেশের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতেন তিনি ৷ যেতেন ইন্টার্নশিপেও । সেখানে গিয়েই তাঁর কাজের ফাঁকে শনি রবিবার করে ঘুরে দেখতেন সেই দেশ । বিলাসবহুল হোটেলে না থেকে খুব কষ্ট করেই বিভিন্ন প্রান্ত ঘুরেছেন । আর ভ্রমণে বেরোনোর আগে তাঁর সঙ্গী ছিল সেই দেশের বই । বই পড়ে আগে থেকে তিনি ঠিক করে নিতেন কোথায় যাবেন এবং কী কী দেখবেন । বর্তমান সময়েও কাজের ফাঁকে বিভিন্ন দেশের বই পড়েন তিনি ।

চিকিৎসক সঞ্জয় দাস বলেন, "ভ্রমণ পিপাসু বাঙালি হয়ে বিভিন্ন দেশ ঘুরেছি । যে দেশেই গিয়েছি চেষ্টা করেছি সেই দেশের কিছু নিয়ে আসতে । তাই পুতুলের শখ থেকে পুতুল নিয়ে এসেছি । কোনও পুতুল 2 ডলার তো কোনওটা 200 ডলার দাম নিয়েছে । কিছু পুতুল এত দামের জন্য কিনতেও পারিনি । পুতুল একটা দেশের ঐতিহ্য বহন করে । পোশাক টুপি দিয়ে বোঝা যায় সেই পুতুল কোন দেশের । সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকে 40 রকমের কয়েন ও টাকা এনেছি । টাকায় একটা দেশের স্থাপত্য, ভাষা ও ইতিহাস কথা বলে । বিভিন্ন দেশ ঘুরে নানা অভিজ্ঞতার সাক্ষী হয়েছি । আর এটাই আমার সঙ্গে থেকে যাবে । আগামিদিনেও এই সংগ্রহ চলবে ৷"

আরও পড়ুন:চিকিৎসক হলেন আবিষ্কর্তা ! চিকিৎসায় নয়া দিশা দেখাচ্ছে সুদীপ দাসের 'স্মুথ ফরেনবডি পুলার'

ABOUT THE AUTHOR

...view details