পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Recruitment Scam: প্রাসাদোপম 2 বাড়ি, দাপুটে তৃণমূল নেতা শাহিদের গ্রেফতারিতে সরগরম আরামবাগ - CBI

হুগলির (Hooghly News) প্রাক্তন যুব তৃণমূল নেতা তথা অভিনেতা শাহিদ ইমামকে (Arrest of Shahid Imam) নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Recruitment Scam) সিবিআই গ্রেফতার করার পর থেকে সরগরম আরামবাগ ৷

Shahid Imam ETV Bharat
শাহিদ ইমাম

By

Published : Feb 19, 2023, 4:39 PM IST

Updated : Feb 19, 2023, 5:31 PM IST

দাপুটে তৃণমূল নেতা শাহিদের গ্রেফতারিতে সরগরম আরামবাগ

হুগলি, 19 ফেব্রুয়ারি:নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Recruitment Scam) এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে হুগলি (Hooghly News) জেলার যুব তৃণমুলের প্রাক্তন সম্পাদক শাহিদ ইমাম (Arrest of Shahid Imam) ও তাঁর দাদা শেখ আলি হাসান ইমামকে গ্রেফতার করেছে সিবিআই । এর পর থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

আরামবাগের দুটি প্রাসাদোপম বাড়ি: ধৃত শাহিদ ইমাম হুগলি জেলার আরামবাগের বাসিন্দা । আরামবাগ শহরে তাঁর প্রাসাদ প্রমাণ দুটি বাড়ি রয়েছে । প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে শাহিদ ইমাম কোটি কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ । এই তৃণমুল নেতার আর একটি পরিচয় হল তিনি বাংলা ফিল্মের নায়ক ও প্রযোজক হিসাবে কাজ করেন । শ্লীলতাহানি, আমার চ্যালেঞ্জ, বিষাক্ত মানুষ নামে বেশ কয়েকটি ফিল্মে নায়ক ও প্রযোজক হিসাবে কাজ করেছেন তিনি ৷ সোনা বন্ধু নামে একটি গানের অ্যালবামেও অভিনয় করেন তিনি ।

শ্লীলতাহানিতে ছিলেন শাহিদ

আরামবাগের বাড়ি তালা বন্ধ: তাই প্রশ্ন উঠছে, চাকরি বিক্রি করার কোটি কোটি টাকা কি তাহলে সিনেমা তৈরিতে কাজে লাগানো হয় ? এ দিন তাঁর আরামবাগ পৌরসভার বাঁধপাড়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বিশাল দোতলা পাকা বাড়ি চাবি দেওয়া অবস্থায় পড়ে রয়েছে । সারা বাড়িতে প্রায় চার থেকে পাঁচটি এসি লাগানো রয়েছে । কিন্তু বাড়িতে কোনও লোকজন নেই । মূল দরজায় তালা চাবি দেওয়া ।

শাহিদের প্রাসাদোপম বাড়ি

শাহিদের প্রশংসা প্রতিবেশীর: শাহিদ ইমামের প্রতিবেশী শম্ভুনাথ অধিকারী বলেন, "শুনলাম সিবিআই ওকে গ্রেফতার করেছে । শুনে তো খারাপই লাগছে । প্রতিবেশী হিসেবে কোনওদিন খারাপ কিছু দেখিনি । এই জায়গাটা বন্যাকবলিত । বন্যার সময় ও সাহায্য করে । তার স্ত্রী, বাচ্চা ও মা-বাবা থাকত ।" সুত্রের থেকে জানা গিয়েছে, ধৃত শাহিদ ইমাম হুগলি জেলা যুব তৃণমুল কংগ্রেসের সম্পাদক ছিলেন 2017 সালে ৷ এই পদ তাঁকে দেন হুগলি জেলা পরিষদের বর্তমান কর্মাধ্যক্ষ তথা তৎকালীন সময়ে জেলার যুব তৃণমুলের হেভিওয়েট নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিতে শিক্ষক-অভিনেতা শাহিদ ইমামকে গ্রেফতার সিবিআইয়ের

প্রভাবশালী পরিবারের সদস্য শাহিদ: আরও জানা যায়, ধৃতের বাবা হাসান ইমাম বিশিষ্ট শিক্ষকের পাশাপাশি 2001 সালে আরামবাগ বিধানসভার তৃণমুল প্রার্থী ছিলেন এবং একবার জাতীয় কংগ্রেস থেকে লোকসভার প্রার্থী হন । স্বাভাবিক ভাবেই শাহিদ ইমাম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন । তাছাড়া তিনি কেবল টলিউডে নায়ক নন, হাওড়ার উদনারায়ণপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও ছিলেন ।

দোষী হলে শাস্তি, বলছে তৃণমূল: শাহিদ ইমামের গ্রেফতারের বিষয়ে আরামবাগ তৃণমূলের সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় বলেন, কেউ যদি অপরাধের সঙ্গে যুক্ত হন তাহলে আইন আইনের পথে চলবে । অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই বলে দিয়েছেন । এই সরকার ও দল অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে বলে জানান তিনি ৷ অপরদিকে, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, সিবিআই কী জন্য গ্রেফতার করেছে তা জানা নেই । তবে প্রকৃতই যদি অপরাধী হয় তাহলে আইন আইনের পথে চলবে । প্রকৃত সত্য উদঘাটন হোক ।

খড়গহস্ত বিজেপি: পুরশুড়ার বিধায়ক তথা রাজ্য বিজেপির সম্পাদক বিমান ঘোষ বলেছেন, "মহামান্য হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে । এখানে কোনও রাজনৈতিক চক্রান্ত নেই । একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত বড় বড় নেতা মন্ত্রী গ্রেফতার হচ্ছেন । বহু চাকরি বাতিল হয়ে যাচ্ছে । সবকিছুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের নেতারা । কারওকে এমনি এমনি গ্রেফতার করবে না । অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন । সিবিআইয়ের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে । তাই গ্রেফতার হয়েছে । আগামী দিনে আরও রাঘব বোয়াল ধরা পড়বে ।"

সবমিলিয়ে আরামবাগের প্রাক্তন যুব তৃণমূল নেতা শাহিদ ইমাম সিবিআইয়ের জালে ধরা পড়ায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে মহকুমাজুড়ে ।

Last Updated : Feb 19, 2023, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details