পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shashi Panja: মুর্শিদাবাদে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার নিন্দা শশী পাঁজার - bengal minister Shashi Panja

সিএমওএইচ'কে হেনস্থার ঘটনার নিন্দা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja speaks on CMOH harassment case) ৷ বৃহস্পতিবার ধনেখালিতে তৃণমূলের এক কর্মসূচিতে যোগ দেন শশী পাঁজা (Shashi Panja) ৷

Etv Bharat
Shashi Panja attacks BJP

By

Published : Oct 13, 2022, 10:57 PM IST

ধনেখালি, 13 অক্টোবর: মুর্শিদাবাদ জেলার সিএমওএইচ'কে হেনস্থার ঘটনার নিন্দা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja speaks on CMOH harassment case) ৷ বৃহস্পতিবার তিনি বলেন, "চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন । মারধর করে রোগীর সমস্যার সমাধান হয় না । আমি নিজেও ডাক্তার । রোগীর আত্মীয়দের আরেকটু বোঝাতে পারলে আমার মনে হয় হয়তো তাঁরা বুঝতে পারতেন । কিছু মানুষ আছে যারা ভুলভ্রান্তি তৈরি করেন । কিছু লোক আছে উত্তেজনা ছড়ানোর জন্য । এরা সমাজ বিরোধী ।"

এদিন ধনেখালিতে তৃণমূলের এক কর্মসূচিতে যোগ দেন শশী পাঁজা (Shashi Panja) ৷ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, " রাজ্যে রাষ্ট্রপতিশাসন করবে বলে বিভিন্ন জায়গায় দাঙ্গা বাঁধানো চেষ্টা করছে, অশান্তির চেষ্টা করছে কিছু মানুষ । মানুষের কাছে এদের বলার মতো কোনও কথা নেই । তাই কিছু লোক এসব করাছে । সংবিধান সব ধর্মকে নিয়ে তৈরি হয়, একটা ভাষা বা একটা সম্প্রদায়কে নিয়ে নয় । যদি এরা বলে একটাই ধর্ম থাকবে, একটাই ভাষা থাকবে তাহলে দেশের সংবিধান আপনারা মানছেন না । ধর্মীয় মেরুকরণ করে রাজনৈতিক ফয়দা তুলছে ,যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷"

মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার নিন্দা শশী পাঁজার

আরও পড়ুন: পুজোর পরেই অন্য চেহারায় ফিরবে তৃণমূল, ঘোষণা মমতার

শশী পাঁজা এদিন আরও বলেন,"দেশকে ভাগ করার জন্য ব্যস্ত কেউ কেউ, উত্তরবঙ্গ ভাগ হয়ে যাক । দক্ষিনবঙ্গ ভাগ হয়ে যাক । টুকরো টুকরো করেছে বিজেপি । এরা বিভাজনের রাজনীতিতেই বিশ্বাস করে । ব্রিটিশদের থেকে আলাদা কিছু নয় ওরা ।" রাজ্যের শিল্পোন্নয়ন প্রসঙ্গে তাঁর মন্তব্য, "রিজার্ভ ব্যাংক কী বলছে? আমরা কি জানি না যে ভারতবর্ষের শিল্পের চিত্র খুব খারাপ । এরা বলছে পশ্চিমবাংলায় শিল্পের অবস্থা খুব খারাপ, এটা বারবার বলা হচ্ছে । পশ্চিমবাংলায় শিল্প হবে । গতকাল তার প্রমাণ মিলেছে । একটা চুক্তি স্বাক্ষর হয়েছে । রাজ্যে শিল্প আছে ও হবে । বারবার একটা মিথ্যে কথা বলা হচ্ছে, শিল্প নেই,শিল্প নেই এটায় গোয়েবেল থিওরি অনুসরণ করছে বিজেপি । ওরা ইতিবাচক নয় সব সময় মিথ্যা প্রচার করতে করতে মানুষকে ভুল বোঝাচ্ছে । মানুষ হয়তো একটা সময় বুঝবে ৷ গতকালই তাজপুর নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার কাজ শীঘ্রই শুরু হবে ।"

ABOUT THE AUTHOR

...view details