পশ্চিমবঙ্গ

west bengal

ঘরে বাড়ন্ত চাল, সিঙ্গুরের জাতীয় মহিলা ফুটবলারের পাশে লক্ষ্মীরতন

By

Published : Apr 8, 2020, 4:53 PM IST

লকডাউনে মা ও দাদাকে নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছিলেন ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্য পলি কোলে । খবর পেয়ে ওই মহিলা ফুটবলারের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ।

women national footballer poly kole
women national footballer poly kole

সিঙ্গুর, 8 এপ্রিল: জাতীয় দলের হয়ে খেললেও জোটেনি চাকরি । দাদা বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক শ্রমিক । লকডাউনে সেই কাজও এখন বন্ধ । ফলে মা ও দাদাকে নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছিলেন ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্য পলি কোলে । খবর পেয়ে ওই মহিলা ফুটবলারের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা । মন্ত্রীর আশ্বাসে কলকাতা চাল, ডাল, আলু, তেল পৌঁছে গিয়েছে পলি কোলের সিঙ্গুরের বাড়িতে ।

এখানেই শেষ নয় । একবছর পর্যন্ত পলি কোলের পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছেন মন্ত্রী । লকডাউনের জেরে ভারতীয় মহিলা ফুটবল দলের এই সদস‍্যের দিন কাটছে অর্থাভাবে । পলির বাবা মারা গেছেন বছরখানেক আগে । বাড়িতে অসুস্থ মা । দাদা লাল্টু কোলে একটি বেসরকারি সংস্থার চুক্তিভিক্তিক শ্রমিক । এমনিতেই কষ্টের মধ‍্যেই চলে সংসার । লকডাউনে পরিস্থিতি আরও খারাপ । শেষ রান্না করার মতো প্রয়োজনীয় সামগ্রী । রোজ ঠিকমতো খাবারই জুটছিল না কোলে পরিবারের । অভাবের কথা জানতে পেরে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার । মন্ত্রীর নির্দেশে পলি কোলের বাড়িতে পৌঁছে গিয়েছে খাদ্যসামগ্রী ।

সিঙ্গুরের বুড়োশান্তি গ্ৰামের বাসিন্দা পলি কোলে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছেন । স্থানীয় মাঠেই ছোট থেকে ফুটবল খেলা শুরু । সিঙ্গুরের গোলাপমোহিনী মল্লিক গালর্স হাইস্কুলে পড়াশোনা করতে করতেই বাংলা অনূর্ধ্ব-16 দলে সুযোগ পান । সেখানে তাঁর দুর্দান্ত ফুটবলের সৌজন্যে জাতীয় দলে ডাক পান পলি । জাতীয় দলের হয়ে ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুরে গিয়ে খেলেছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details