খানাকুল, 16 এপ্রিল : তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি খানাকুলের কিসরপুর 1 নম্বর অঞ্চলের। আক্রান্ত তৃণমূল নেতার নাম স্বপন মাঝি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
তৃণমূল নেতা স্বপন মাঝির অভিযোগ, বৃহস্পতিবার রাত্রে বামুনখানায় বাড়ির সামনের একটি মাঠে তাঁকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা ৷ পরে তাঁকে তুলে নিয়ে যায় পশ্চিম মেদিনীপুরে ৷ সেখানে তাঁকে সারারাত একটি মাঠের মধ্যে ফেলে রাখা হয়।
বাড়ি না ফেরায় দীর্ঘক্ষণ খোজাখুঁজি করে তাঁর বাড়ির লোকজন ৷ সারারাত খোঁজার পর পুলিশে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ ৷ আজ সকালে মেদিনীপুর বর্ডার এলাকা বালিডাঙ্গা থেকে উদ্ধার করা হয় তাঁকে ৷ বর্তমানে তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷
আরও পড়ুন :মমতাকে 'লেডি হিটলার', জবাবে শুভেন্দুকে 'মধু খাওয়া মীরজাফর' বলল তৃণমূল
এবিষয়ে বিজেপি নেতা বিমান ঘোষ বলেন, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে ৷ এই ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবে জড়িত নয় ৷ বিজেপিকে মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।" এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে খানাকুল থানার পুলিশ ৷