পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় আক্রান্ত চণ্ডীতলার তৃণমূল প্রার্থী - sathi khandakar

এবার করোনায় আক্রান্ত হলেন হুগলির চণ্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাথী খন্দকার ৷ বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি ৷

করোনা আক্রান্ত  তৃণমূল প্রার্থী সাথী খন্দেকার
করোনা আক্রান্ত তৃণমূল প্রার্থী সাথী খন্দেকার

By

Published : May 1, 2021, 9:42 AM IST

চণ্ডীতলা (হুগলি), 1 মে : করোনায় আক্রান্ত হয়েছেন চণ্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাথী খন্দকার ৷ শনিবার জ্বর আসায় রবিবার সরকারি হাসপাতালে করোনা টেস্ট করান এবং রিপোর্ট পজিটিভ আসে। পরিবার সূত্রে খবর, এক আত্মীয় তাঁর বাড়িতে এসেছিলেন ৷ পরে জানা যায়, তাঁর করোনা হয়েছে ৷ সম্ভবত তাঁর থেকেই বিদায়ি বিধায়ক সাথী খন্দকার করোনা পজিটিভ হয়েছেন ৷ তবে জ্বর ছাড়া তাঁর অন্য কোনো উপসর্গ নেই ৷

হুগলির চণ্ডীতলা বিধানসভার নির্বাচন হয় 10 এপ্রিল৷ তার আগে বহু মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন, সভা, মিটিং মিছিলে যোগ দিয়েছেন তৃণমূল এই প্রার্থী। তিনি চণ্ডীতলা থেকেই দুবারের বিধায়ক। তবে এবছরে বিজেপি ও সংযুক্ত মোর্চার সঙ্গে সমানে সমানে টক্কর দিতে মাটি কামড়ে চণ্ডীতলা বিধানসভায় পরে ছিলেন তিনি।

নির্বাচনের আগে চারিদিকে জনসমাবেশ করেছেন। ভোটের পরও কয়েকদিন বিভিন্ন জায়গায় বেরিয়েছিলেন, তিনি ঠিক ছিলেন তখন। কিন্তু হঠাৎই জ্বর আসায় সন্দেহ হয়। টেস্ট করিয়ে দেখেন তিনি করোনা সংক্রমিত হয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details