জাঙ্গিপাড়া, 8 এপ্রিল : পুনর্নির্বাচন হবে জাঙ্গিপাড়া বিধানসভার 88 নম্বর বুথে ৷ নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ 10 এপ্রিল ওই বুথে পুনর্নির্বাচন হবে ৷ সকাল 7টা থেকে সন্ধ্যা সাড়ে 6 টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ৷
হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার তৃতীয় দফায় ভোটগ্রহণ হয় ৷ ভোটের দিন অশান্তি হয় জাঙ্গিপাড়ার 88 নম্বর বুথের কাছে ৷ ওইদিন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-কে আক্রমণ করা হয় বলে অভিযোগ ৷ এই বিষয়ে কমিশনে অভিযোগ করেছিল তৃণমূল ৷ প্রার্থীর উপরে আক্রমণের ঘটনায় রিপোর্ট তলব করেছিল কমিশনও ৷ নতুন করে ভোটগ্রহণের সুপারিশ করেছেন ওই বুথের অবজ়ারভার । এরপরই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ৷