হুগলি, 9 এপ্রিল : নির্বাচন কমিশনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বঙ্গভোটের জন্য ৷ আট দফায় ভোট হচ্ছে রাজ্যে ৷ যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে প্রতিটি দফায়, তাতে ভোট শান্তিপূর্ণভাবেই হওয়ার কথা ছিল ৷ কিন্তু রক্ত ঝড়া ছাড়া যেন বাংলায় ভোট কোনওদিন সম্ভবই না ৷ এরই মধ্যে শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোট ৷
শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার ও আলিপুরদুয়ার -- এই পাঁচ জেলার মোট 44টি আসনে ভোটগ্রহণ হবে ৷ এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ারের 5টি আসন, কোচবিহারের 9টি আসন, হুগলির 10টি আসন, হাওড়ার 9টি আসন এবং দক্ষিণ 24 পরগনার 11টি আসন ৷ চতুর্থ দফায় নজর থাকছে সিঙ্গুরসহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৷ নজর থাকছে কলকাতা সংলগ্ন পাঁচটি আসনেও ৷ যাদবপুর, কসবা, টালিগঞ্জ, বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোট রয়েছে শনিবার ৷