পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লরির মাথায় চেপে যশের হয়ে প্রচার মিঠুনের - পশ্চিম বিধানসভা নির্বাচন 2021

বঙ্গ রাজনীতিতে সেলিব্রেটিদের প্রচার এক নতুন ধারা নিয়ে এসেছে । কখনও দেব তাঁর দলের বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করছেন, কখনও আবার সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে শ্রাবন্তী,পায়েল বা অন্য প্রার্থীর হয়ে প্রচার করতে । এবার তাঁকে দেখা গেল অভিনেতা যশ দাশগুপ্তের প্রচারে ৷ লরিতে চড়ে যশের সমর্থনে প্রচার সারলেন মিঠুন ৷

যশের হয়ে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী
যশের হয়ে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী

By

Published : Apr 6, 2021, 2:38 PM IST

হুগলি, 6 এপ্রিল :বঙ্গ রাজনীতি সরগরম বিধানসভা ভোটে ৷ জোর কদমে চলছে প্রার্থীদের প্রচার । হুগলি চণ্ডীতলার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত হয়ে এবার মাঠে নামলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । এদিন হুগলির পঞ্চাননতলা থেকে দিল্লি রোড অবধি রোড শো করেন মিঠুন এবং যশ ৷

বঙ্গ রাজনীতিতে সেলিব্রেটিদের প্রচার এক নতুন ধারা নিয়ে এসেছে । কখনও দেব তাঁর দলের বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করছেন, কখনও আবার সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে শ্রাবন্তী,পায়েল বা অন্য প্রার্থীর হয়ে প্রচার করতে । এবার তাঁকে দেখা গেল অভিনেতা যশ দাশগুপ্তের প্রচারে ৷ লরিতে চড়ে যশের সমর্থনে প্রচার সারলেন মিঠুন ৷

যশের হয়ে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী

আরও পড়ুন :তৃণমূল নেতার বাড়িতে ইভিএম উদ্ধারের ঘটনায় আরও কয়েক জনের বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন

বঙ্গ রাজনীতি এখন শুধুই রাজনৈতিক নেতাদের মধ্যে নয় তারকাদের মধ্যেও দ্বিধাবিভক্ত । কেউ যোগ দিয়েছেন ঘাসফুল কেউ আবার পদ্মফুলে । বঙ্গে বিজেপির তুরুপের তাস বর্তমানে মহাগুরু মিঠুন চক্রবর্তী । বিভিন্ন জায়গার বিজেপি প্রার্থীদের প্রচারে দেখা গিয়েছে তাঁকে ৷ আজকেও মিঠুনের প্রচারে ভিড় ছিল চোখে পড়ার মতো ৷

ABOUT THE AUTHOR

...view details