হুগলি, 6 এপ্রিল :বঙ্গ রাজনীতি সরগরম বিধানসভা ভোটে ৷ জোর কদমে চলছে প্রার্থীদের প্রচার । হুগলি চণ্ডীতলার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত হয়ে এবার মাঠে নামলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । এদিন হুগলির পঞ্চাননতলা থেকে দিল্লি রোড অবধি রোড শো করেন মিঠুন এবং যশ ৷
বঙ্গ রাজনীতিতে সেলিব্রেটিদের প্রচার এক নতুন ধারা নিয়ে এসেছে । কখনও দেব তাঁর দলের বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করছেন, কখনও আবার সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে শ্রাবন্তী,পায়েল বা অন্য প্রার্থীর হয়ে প্রচার করতে । এবার তাঁকে দেখা গেল অভিনেতা যশ দাশগুপ্তের প্রচারে ৷ লরিতে চড়ে যশের সমর্থনে প্রচার সারলেন মিঠুন ৷