ডানকুনি, 2 এপ্রিল : রাজ্যে সদ্য শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোট পর্ব ৷ আগামী 6 এপ্রিল তৃতীয় দফার ভোট ৷ সেদিনই হুগলির 8টি আসনে ভোট ৷ মানুষের রায় ইভিএমবন্দি হবে ৷ তার আগে হুগলির ডানকুনির কালীমাতা স্পোর্টিং ক্লাবের মাঠে নির্বাচনী প্রচার সারলেন হুগলির চণ্ডীতলার সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম ৷ প্রচারে এসে একঝাঁক বাক্যবাণে বিদ্ধ করলেন ঘাসফুল শিবির ও পদ্মশিবিরকে ৷ আক্রমণ শাণিয়ে তিনি বলেন, " একদিকে দিদির লুঠ অন্যদিকে দাদার লুঠ ৷ গোটা দেশটাকে যদি বাঁচাতে হয়, বিজেপিকে চিনতে ভুল করবেন না ৷ বিজেপি হল তৃণমূলেরই আর একটা দল ৷ মমতা-মুকুল নিজেদের মধ্যে একটা ফ্রেন্ডলি দল করে নিয়ে বলছে, খেলা হবে ৷ বিজেপি -তৃণমূলের এমন অবস্থা , মমতা নিজেই বলেন , কে যে তোমার কে যে আমার জানি না ৷ "
পাশাপাশি তিনি ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের বিরুদ্ধেও ৷ বলেন, "চিটিংবাজি করেছেন , জনগণের টাকা লুঠ করেছেন ৷ বাংলার মানুষ সব দেখছেন ৷ নবান্নের 14তলা থেকে বিজেপির রথে চড়ে পড়লে কেউ সাধু হয়ে যায় না ৷ একটা বাঁদর যদি একটা ডাল থেকে আর একটা ডালে লাফায় , তাহলে সে ডালবদল করতে পারে ৷ তার চরিত্র বদল হয় না ৷"
তৃতীয় দফার ভোট প্রসঙ্গে বলেন, " ভোটের দিন বুথ থেকে ভূত তাড়ানো হবে ৷ আমাদের কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান লাগবে না ৷ দলের জোয়ান ছেলেরা নাম লেখাবে ৷ পোলিং এজেন্ট হিসাবে কাজ করবে ৷ সংযুক্ত মোর্চার জোয়ান বাহিনীই ভোট রক্ষা করবে,বুথ রক্ষা করবে । "