পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোন্নগরে ফ্ল্যাগ-ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল তরজা, আহত 4 - BJP

তৃণমূলের পতাকা-ফেস্টুন খুলে দেওয়ার অভিযোগে কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ যদিও তৃণমূলের তরফে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আহত বিজেপি কর্মী
আহত বিজেপি কর্মী

By

Published : Apr 4, 2021, 1:07 PM IST

কোন্নগর , 4 এপ্রিল : বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও তৃণমূলের পাল্টা দাবি, বেশ কিছুদিন ধরে বিজেপি কর্মীরা এলাকায় পতাকা লাগানোর নামে তৃণমূলের পতাকা , ফেস্টুন খুলে ফেলছিল ৷ এদিন তাদের হাতেনাতে ধরে ফেলার পর তারা মিথ্যা অভিযোগ তুলছে ৷

বিজেপি সূত্রে খবর, গতকাল রাতে কোন্নগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে বিজেপির পতাকা লাগাচ্ছিলেন কয়েকজন কর্মী ৷ সেই সময় আচমকাই তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ ৷ তৃণমূলের পতাকা খোলার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তাঁরা ৷ ঘটনার জেরে আহত হন বিজেপির 4 কর্মী ৷

কোন্নগরে ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল তরজা, আহত 4

তৃণমূল নেতা শুভাশিস চৌধুরী বলেন," কিছুদিন ধরে আমাদের পতাকা খুলে ফেলে দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়া হচ্ছিল ৷ গতকাল রাতে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা গিয়ে হাতেনাতে ধরে ফেলি ৷ কোনওরকম মারধর করা হয়নি ৷ ওদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল ৷ পুলিশকে বারবার জানিয়ে কোনও ফল হয়নি। পুলিশ ওদের হয়ে কাজ করছে। "

এক আহত বিজেপি কর্মী বলেন, " আমরা পতাকা লাগিয়ে বাড়ি ফেরার পথে আচমকাই কয়েকজন তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর চড়াও হয় ৷ আমাদেরকে মারধর করা হয় ৷ আমাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে মিথ্যা অভিযোগও আনা হয় ৷ "

ঘটনার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোন্নগর থানার পুলিশ ৷ আহত বিজেপি কর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷

আরও পড়ুন :বাংলার মানুষ তৃণমূলের অরাজকতা থেকে মুক্তি চায় : যোগী

ABOUT THE AUTHOR

...view details