চণ্ডীতলা, 11 এপ্রিল : ভোট মিটতেই তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ । বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্তের কেন্দ্র চণ্ডীতলায় ভোট পরবর্তী অশান্তিতে আহত হয়েছে আটজন ৷ রবিবার সকালে এলাকার ভগবতীপুরের কোলে পাড়ায় এই ঘটনা ঘটে ।
আজ সকালে কোলে পাড়ায় চতুর্থ দফার ভোট নিয়ে কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয় । অভিযোগ, এরপরই পাড়ার এক যুবককে মারধর করে তৃণমূলের কয়েকজন । সেই যুবককে নিজেদের সমর্থক বলে দাবি করেছে বিজেপি । এরপর মারের বদলা নিতে তৃণমূল সমর্থকদের উপর চড়াও হয় বেশ কয়েকজন । মারধরের পাশাপাশি চলে বাড়ি ভাঙচুর করা হয় । ভেঙে দেওয়া হয় দোকান ৷ তাতে আহত হয় দুই পক্ষের আটজন । ঘটনার জেরে ভগবতীপুর বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায় । খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয় ৷ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে । ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ কেউ আটকও হয়নি বলে জানিয়েছে পুলিশ ।