খানাকুল, 31 মার্চ : খানাকুলের হরিশচক এলাকায় তৃণমূলের বুথ সভাপতির ত্রিপল জড়ানো দেহ উদ্ধার ৷ মৃত ব্যক্তির নাম শেখ নুরসের আনোয়ার আব্দুল ৷ বাড়ি হরিশচক এলাকাতেই ৷ বিজেপির মদতে বহিরাগতরা, দলের বুথ সভাপতিকে খুন করেছে বলে অভিযোগ তৃণমূলের ৷
আজ সকালে দেহ উদ্ধারের পরই দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থক ও পরিবারের লোকজন । পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ি থেকে বের হয় নুরসের । তারপর থেকেই তাঁর কোনও হদিস পাওয়া যায়নি ৷ বুধবার সকালে হরিশচক এলাকায় নদীর পাশে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে ।
আরও পড়ুন :-নন্দীগ্রাম, বাংলার আসল লড়াই
পরিবারের দাবি, তাঁকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে ৷ ঘটনার পরই এলাকায় পৌঁছান তৃণমূল প্রার্থী নজবুল করিম ও হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব । এই ঘটনার পিছনে বড়সড়ো চক্রান্ত কাজ করছে বলে দাবি করেন নজবুল করিম । ঘটনার জেরে থমথমে গোটা এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷