পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরামবাগে ফের বিজেপি কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল

ভোট হয়ে গেলেও হিংসার ছবি বদলায়নি ৷ অব্যাহত ভোট পরবর্তী হিংসা ৷ এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷

আরামবাগে বিজেপি কর্মীকে মারধর
আরামবাগে বিজেপি কর্মীকে মারধর

By

Published : Apr 9, 2021, 9:44 AM IST

9 এপ্রিল, আরামবাগ : ভোট-পরবর্তী হিংসা অব্যাহত আরামবাগে । বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি আরামবাগ থানার আরণ্ডি 2 নম্বর অঞ্চলের চন্দ্রবাণ এলাকার। আহত বিজেপি কর্মীর নাম মঙ্গল প্রামাণিক। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

বিজেপি কর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে চন্দ্রবাণ এলাকা থেকে বাড়ি ফেরার সময় তাঁকে একা পেয়ে তৃণমূল কর্মীরা বেধড়ক মারধর শুরু করে ৷ ঘটনাস্থলে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।


আরামবাগ বিধানসভার বিজেপি প্রার্থী মধুসূদন বাগ আহত বিজেপি কর্মীকে আরামবাগ মহকুমা হাসপাতালে দেখতে আসেন ৷ বলেন, "এলাকায় সন্ত্রাস ছড়াতে এ ধরনের কাজ করছে তৃণমূল কংগ্রেস । যাতে বিজেপি কর্মীরা ভয়ে কাউন্টিং এজেন্ট না দিতে পারে।" যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

আরামবাগে ফের বিজেপি কর্মীকে মারধর, ঘটনাস্থলে আরামবাগের বিজেপি প্রার্থী

এ বিষয়ে আরামবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন :বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও বোমাবাজি , অভিযোগ ওড়াল তৃণমূল

প্রসঙ্গত, গতকাল আরামবাগের বাতানল অঞ্চলে চকহাজিতে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠেছিল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details