পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থীপদ প্রত্যাহারের আবেদন, রবীন্দ্রনাথের বাড়িতে বিজেপির মহিলা কর্মীরা - সিঙ্গুরের মাস্টার মশাই

প্রার্থীপদ প্রত‍্যাহার করার দাবি নিয়ে মাস্টার মশাইয়ের বাড়িতে হাজির হন সিঙ্গুর বিধানসভার মহিলা বিজেপির এক প্রতিনিধি দল । যদিও সেইসময় রবীন্দ্রনাথ ভট্টাচার্য বাড়িতে ছিলেন না । বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলে মাস্টার মশাইকে প্রার্থীপদ থেকে নাম সরিয়ে নেওয়ার আবেদন করেন তাঁরা ৷

রবীন্দ্রনাথের বাড়িতে বিজেপির মহিলা কর্মীরা
রবীন্দ্রনাথের বাড়িতে বিজেপির মহিলা কর্মীরা

By

Published : Mar 19, 2021, 10:35 PM IST

সিঙ্গুর, 19 মার্চ : সিঙ্গুরে বিজেপির প্রার্থীপদ প্রত্যাহারের অনুরোধ মহিলা কর্মী সমর্থকদের। তৃণমূলের বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপিতে যোগদানের পরই গোটা সিঙ্গুর বিধানসভা জুড়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হয় । বিজেপি কর্মী সমর্থকরা সিঙ্গুর রেল গেটের সামনে অনশনে বসেন প্রার্থী প্রত্যাহারের দাবিতে । কিন্তু দল তাতে বিশেষ আমল দেয়নি ৷ বার বার আলোচনা মাধ্যমে মিটে যাওয়ার কথা বলা হয় ।

তবে শুক্রবার অভিনব পন্থা নেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা ৷ প্রার্থীপদ প্রত‍্যাহার করার দাবি নিয়ে মাষ্টার মশাইয়ের বাড়িতে হাজির হন সিঙ্গুর বিধানসভার মহিলা বিজেপির এক প্রতিনিধি দল । যদিও সেইসময় রবীন্দ্রনাথ ভট্টাচার্য বাড়িতে ছিলেন না । বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলে মাস্টার মশাইকে প্রার্থী পদ থেকে নাম সরিয়ে নেওয়ার আবেদন করেন তাঁরা ৷ এই বিষয়ে একটি আবেদন পত্র বাড়ির সদস‍্যদের হাতে দিয়ে আসেন মহিলা প্রতিনিধি দলের সদস‍্যরা।

রবীন্দ্রনাথের বাড়িতে বিজেপির মহিলা কর্মীরা


আরও পড়ুন :মিথ্যা বলছেন মমতা, নোটিস ধরাক কমিশন ; দাবি বিজেপির


সিঙ্গুরের জেড পি 6 এর মণ্ডল সভাপতি নূপুর দত্ত বলেন, ‘‘মাতৃ শক্তি ও মণ্ডলের বিভিন্ন কর্মীরা রবীন্দ্রনাথবাবুর কাছে এসেছিলাম প্রার্থীপদ প্রত্যাহারের অনুরোধ জানাতে । ওনার জন্য বিজেপির কেউ প্রচারে নামছে না । দেওয়াল লিখছে না । উনি আমাদের সঙ্গে দেখাও করতে চাইছেন না। এরপরও তিনি প্রার্থী থাকলে আমরা দলের কোনও কাজ করব না।"

ABOUT THE AUTHOR

...view details