পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাঙ্গিপাড়ায় তৃণমূলের রোড শোতে হামলা - ভাঙচুর বিজেপির গাড়ি

আজ ঘাটালের সাংসদ অভিনেতা দেবের রোড শো হয় জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে । কিছুক্ষণ পর এই রোড শো পৌঁছায় জাঙ্গিপাড়া রেনি গেটের কাছে ৷ সেই সময় বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি ঢুকে পড়ে এই মিছিলে । তাতেই উত্তেজনা ছড়ায় কর্মী সমর্থকদের । সভাপতি ও মহিলাকে টেনে বের করা হয় গাড়ি থেকে । ভাঙচুর করা হয় গাড়ি ।

বিজেপির গাড়িতে হামলা
বিজেপির গাড়িতে হামলা

By

Published : Apr 3, 2021, 8:36 PM IST

হুগলি, 3 মার্চ :দেবের রোড শো শেষ হতেই বিজেপি-তৃণমূল অশান্তি ৷ ভাঙচুর বিজেপির গাড়ি। দেবের রোড শোয়ের মাঝেই ঢুকে পড়েন বিজেপির এক কর্মী ৷ তখনই হামলা চালানো হয় তাঁর গাড়ির উপর ৷

আজ ঘাটালের সাংসদ অভিনেতা দেবের রোড শো হয় জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে । কিছুক্ষন পর এই রোড শো পৌঁছায় জাঙ্গিপাড়া রেনি গেটের কাছে ৷ সেই সময় বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি ঢুকে পড়ে এই মিছিলে । তাতেই উত্তেজনা ছড়ায় কর্মী সমর্থকদের । সভাপতি ও মহিলাকে টেনে বের করা হয় গাড়ি থেকে । ভাঙচুর করা হয় গাড়ি । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । যদিও তৃণমূলের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

জাঙ্গিপাড়ায় বিজেপির গাড়িতে হামলা

আরও পড়ুন :বাংলায় এবার ডাবল বেনিফিটের সরকার, হুগলি থেকে দাবি মোদির

বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারের অভিযোগ, তাদের গাড়ির উপর চড়াও হয়ে ভাঙচুর চালিয়েছে তৃণমূল । বিজেপির একটি কাজের জন্য হেলিপ্যাডে যাওয়ার সময় মন্ডল সভাপতি উপর হামলা করা হয় । কাপড় টেনে শ্লীলতাহানি করা হয় এক মহিলা কর্মীরও। ঘটনার প্রতিবাদে জাঙ্গিপাড়া থানায় বিক্ষোভ শুরু করে বিজেপি সমর্থকরা ৷

ABOUT THE AUTHOR

...view details