হুগলি, 3 মার্চ :দেবের রোড শো শেষ হতেই বিজেপি-তৃণমূল অশান্তি ৷ ভাঙচুর বিজেপির গাড়ি। দেবের রোড শোয়ের মাঝেই ঢুকে পড়েন বিজেপির এক কর্মী ৷ তখনই হামলা চালানো হয় তাঁর গাড়ির উপর ৷
আজ ঘাটালের সাংসদ অভিনেতা দেবের রোড শো হয় জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে । কিছুক্ষন পর এই রোড শো পৌঁছায় জাঙ্গিপাড়া রেনি গেটের কাছে ৷ সেই সময় বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি ঢুকে পড়ে এই মিছিলে । তাতেই উত্তেজনা ছড়ায় কর্মী সমর্থকদের । সভাপতি ও মহিলাকে টেনে বের করা হয় গাড়ি থেকে । ভাঙচুর করা হয় গাড়ি । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । যদিও তৃণমূলের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷