পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের দেওয়াল লিখনে কালি, অভিযুক্ত বিজেপি - trinamool wall writing

তারকেশ্বরে তৃণমূলের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়া ও দলীয় পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।

তৃণমূলের দেওয়াল লিখনে কালি দেওয়া হয়েছে
তৃণমূলের দেওয়াল লিখনে কালি দেওয়া হয়েছে

By

Published : Mar 30, 2021, 5:28 PM IST

তারকেশ্বর, 30 মার্চ : তৃণমূলের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়া ও দলীয় পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের বালিগরী 1 নং গ্রাম পঞ্চায়েতের জয়নগর ও রামনগর পঞ্চায়েতের ট্যাগরা গ্রামে ।

সোমবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রামনগর পঞ্চায়েত এবং বালিগরী পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমূলের ব্যানার ও দলীয় পতাকা ছিড়ে কোথাও পুকুরের জলে আবার কোথাও রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ । স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব দাস বলেন, ‘‘এলাকায় অশান্তি ছড়াতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি । এলাকার একাধিক দেওয়ালে তৃণমূলের প্রতীক চিহ্নের উপরে কালি লেপে দিয়েছে তারা ।’’ এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি ।

তৃণমূলের দেওয়াল লিখনে কালি দেওয়া হয়েছে

আরও পড়ুন :নির্বাচনের জন্য বিহার থেকে রাজ্যে এল 12 কোম্পানি পুলিশ

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব । বিজেপি নেতা গণেশ চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও কর্মী যুক্ত নেই । যাঁরা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে তাঁদের সাজা দিক।

ABOUT THE AUTHOR

...view details