তারকেশ্বর, 30 মার্চ : তৃণমূলের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়া ও দলীয় পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের বালিগরী 1 নং গ্রাম পঞ্চায়েতের জয়নগর ও রামনগর পঞ্চায়েতের ট্যাগরা গ্রামে ।
সোমবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রামনগর পঞ্চায়েত এবং বালিগরী পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমূলের ব্যানার ও দলীয় পতাকা ছিড়ে কোথাও পুকুরের জলে আবার কোথাও রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ । স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব দাস বলেন, ‘‘এলাকায় অশান্তি ছড়াতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি । এলাকার একাধিক দেওয়ালে তৃণমূলের প্রতীক চিহ্নের উপরে কালি লেপে দিয়েছে তারা ।’’ এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি ।