পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইভিএম-এর সামনের খোলা জানালা বন্ধ করালেন বিজেপি প্রার্থী - হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা

ঘটনাটি হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা এলাকার 220 নম্বর বুথের ৷ অভিযোগ উঠেছে, ইভিএম বসানো হয়েছে খোলা জানালার সামনে ৷ ফলে কে কোথায় ভোট দিচ্ছেন, তা বাইরে থেকেই দেখা যাচ্ছে ৷ অভিযোগ পেয়ে বুথে আসেন জাঙ্গিপাড়ার বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার ৷ তিনি এসে জানালা বন্ধ করার ব্যবস্থা করেন ৷

ইভিএম-এর সামনের খোলা জানালা বন্ধ করালেন বিজেপি প্রার্থী
ইভিএম-এর সামনের খোলা জানালা বন্ধ করালেন বিজেপি প্রার্থী

By

Published : Apr 6, 2021, 11:53 AM IST

জাঙ্গিপাড়া, 6 এপ্রিল : তৃতীয় দফা নির্বাচন শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে এসেছে ৷ তবে এবার এক নতুন অভিযোগ উঠল ৷ জানলার সামনে বসানো হয়েছে ইভিএম মেসিন ৷ অভিযোগ উঠল, কে কোথায় ভোট দিচ্ছেন তা বাইরে থেকেই জানা যাচ্ছে ৷

ঘটনাটি হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা এলাকার 220 নম্বর বুথের ৷ অভিযোগ উঠেছে, ইভিএম বসানো হয়েছে খোলা জানালার সামনে ৷ ফলে কে কোথায় ভোট দিচ্ছেন, তা বাইরে থেকেই দেখা যাচ্ছে ৷ অভিযোগ পেয়ে বুথে আসেন জাঙ্গিপাড়ার বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার ৷ তিনি এসে জানালা বন্ধ করার ব্যবস্থা করেন ৷

ইভিএম-এর সামনের খোলা জানালা বন্ধ করালেন বিজেপি প্রার্থী

সকাল থেকেই হুগলির একাধিক এলাকায় বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ আরামবাগে তৃণমূলের ব্লক সভাপতিকে আক্রমণের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ এছাড়া গোঘাটে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details