পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির আইটি সেলের এক কর্মীকে লক্ষ্য করে গুলি,অভিযুক্ত তৃণমূল - আরামবাগ

এদিন দুপুরে শুভময় ও তাঁর দুই বন্ধু বাইকে করে ভাদুরের দিকে যাচ্ছিলেন । সেই সময় পোড়াবাগান সংলগ্ন এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । পায়ে আঘাত লাগে শুভময়ের । তাঁর সঙ্গে থাকা বন্ধুরা শুভময়কে হাসপাতালে নিয়ে আসেন ।

হাসপাতালে ভর্তি আক্রান্ত শুভময় কুন্ডু
হাসপাতালে ভর্তি আক্রান্ত শুভময় কুন্ডু

By

Published : Apr 19, 2021, 10:07 AM IST

গোঘাট, 17 এপ্রিল : বিজেপির আইটি সেলের এক কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম বিজেপি কর্মীর নাম শুভময় কুণ্ডু । বর্তমানে ওই ব্যক্তি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

বিজেপির অভিযোগ, এদিন দুপুরে শুভময় ও তাঁর দুই বন্ধু বাইকে করে ভাদুরের দিকে যাচ্ছিলেন । সেই সময় পোড়াবাগান সংলগ্ন এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । পায়ে আঘাত লাগে শুভময়ের । তাঁর সঙ্গে থাকা বন্ধুরা শুভময়কে হাসপাতালে নিয়ে আসেন ।

বিজেপির আইটি সেলের এক কর্মীকে লক্ষ্য করে গুলি

সুমন সাহানা নামে শুভময়ের এক বন্ধু জানিয়েছেন, তাঁরা ভিকদাস থেকে ভাদুরের দিকে যাচ্ছিলেন, সেই সময় পোড়াবাগান এলাকায় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । রক্তাক্ত অবস্থায় কামারপুকুর হাসপাতালে নিয়ে আসা হয় শুভময়কে । সেখান থেকে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।

আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে আসেন গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক । তিনি বলেন, "বেলি থেকে ভাদুরের দিকে যাচ্ছিলেন বিজেপির কর্মীরা । সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় । কোনওক্রমে প্রাণে বেঁচেছেন কর্মীরা ।" তাঁর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস ছড়াতে এই কাজ করেছে ৷

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন গোঘাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদার ৷ তিনি বলেন, "শান্ত গোঘাটকে চক্রান্ত করে অশান্ত করতে চাইছে বিজেপি ।"

ঘটনার তদন্ত করতে আরামবাগ মহকুমা হাসপাতালে আসেন আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদারসহ বিশাল পুলিশ বাহিনী । আক্রান্তের বয়ান রেকর্ড করেন পুলিশ আধিকারিকরা ৷

আরও পড়ুন :তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে মারধর, কাঠগড়ায় বিজেপি

ABOUT THE AUTHOR

...view details