তারকেশ্বর, 6 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ৷ ঘটনায় উত্তপ্ত তারকেশ্বরের রামনগর এলাকা ।
তারকেশ্বরের 168 নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আট জওয়ানের থাকার ব্যাবস্থা করেছে স্থানীয় প্রশাসন । অভিযোগ, সোমবার রাত আটটা নাগাদ ওই এলাকার এক নাবালিকার শ্লীলতাহানি করে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ৷ নাবালিকা তার বন্ধুর বাড়ি থেকে বই আনতে রাস্তায় বের হয়েছিল ৷ সেই সময় ফাঁকা রাস্তায় নাবালিকার মুখ চেপে ধরে তাকে স্কুলের পাশের জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে জওয়ান ৷ টাকার লোভ দেখিয়ে নাবালিকাকে শারীরিকভাবে হেনস্থা করে । নাবালিকা চিৎকার শুরু করতে স্থানীয়রা ছুটে আসে ৷ এরপরই বিপদ বুঝে জওয়ান ছুটে স্কুলঘরে ঢুকে যায় । পরে ওই জওয়ানকে মারধর করে স্থানীয়রা । এর মধ্যে খবর পেয়ে ঘটনাস্থানে আসে তারকেশ্বর থানার পুলিশ । পুলিশ জওয়ানকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে ৷ অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।