খানাকুল, 8 এপ্রিল : মঙ্গলবার শেষ হয়েছে তৃতীয় দফার নির্বাচন ৷ সেদিনই খানাকুলবাসী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ৷ তারপরই ভোট-পরবর্তী হিংসা শুরু হয় খানাকুলে ৷
বুধবার বিজেপি কর্মীদের দোকান ও বাস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল থানার রামনগর এলাকায় ৷ এই ঘটনার জেরে বৃহস্পতিবার মায়াপুর-গরেরঘাট রাজ্য সড়কের রামনগর মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার পুলিশ ৷
স্থানীয় বিজেপি কর্মী রবিন পোড়েল বলেন, "বুধবার রাতে আমাদের কর্মীদের মারধর করে তৃণমূলের লোকজন ৷ আমাকেও মারে ৷ এমনকি দোকান, ঘর ও বাস ভাঙচুর করা হয় ৷ পুলিশকে জানালেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ৷"