পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : কড়া নিরাপত্তায় শ্রীরামপুরের 25নং ওয়ার্ডের 7নং বুথে পুনর্নির্বাচন

শ্রীরামপুরের 25নং ওয়ার্ডের 7নং বুথে পুনর্নির্বাচন (Re Election in Ward No 25 of Sreerampur) ৷ কড়া পুলিশি নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে ৷ সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণ আবহে ভোট দিচ্ছেন ৷

Bengal Civic Polls 2022 Re Election in Ward No 25 of Sreerampur
Bengal Civic Polls 2022 Re Election in Ward No 25 of Sreerampur

By

Published : Mar 1, 2022, 2:27 PM IST

শ্রীরামপুর, 1 মার্চ : শ্রীরামপুরে 25নং ওয়ার্ডের 7নং বুথে পুনর্নির্বাচন (Re Election in Ward No 25 of Sreerampur) ৷ আজ শ্রীরামপুরের মাহেশ যুবকিশোর সংঘে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ সকাল 7টা থেকে ভোটাররা লাইন দিয়ে ভোট দিচ্ছেন ৷ কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট চলছে বলে জানা গিয়েছে ৷ ওই বুথে ছাপ্পা ভোট হওয়ার অভিযোগ উঠেছিল ৷ এমনকি অনেক অসঙ্গতিও নাকি পাওয়া গিয়েছে ভোটের পর ৷ তাই রাজ্য নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে (Bengal Civic Polls 2022) ৷

শ্রীরামপুর পৌরসভার 25নং ওয়ার্ডের 7নং বুথে ভোটার সংখ্যা 952 জন ৷ অভিযোগ, ওই বুথে নাকি মোট ভোটারের থেকে অনেক বেশি ভোট পড়েছিল ৷ যার পরে নির্বাচন কমিশন ওই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে ৷ নির্বাচনকে কেন্দ্র করে 7নং বুথে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বুথের আশেপাশে সব রাস্তা ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে ৷ কেবল প্রবেশ এবং বেরনোর জন্য নির্দিষ্ট রাস্তা খুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : রাতে কোন্নগরে আক্রান্ত বিজেপি প্রার্থী, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

এ নিয়ে তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা দাস জানান, ভোট শান্তিপূর্ণ হচ্ছে ৷ বিজেপি প্রার্থী রিঙ্কু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগের দিন দেদার ছাপ্পা ভোট পড়েছিল ৷’’ তবে, অনেক বুথেই ছাপ্পা পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ কিন্তু, মাত্র একটি বুথে পুনরায় ভোট হচ্ছে ৷ তিনি অভিযোগ করেছেন প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছে ৷ অন্যদিকে, গত দু’বারের কাউন্সিলর তথা বাম প্রার্থী ভারতী সেন অভিযোগ করেন প্রচুর ছাপ্পা ভোট পড়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details