পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Becharam Challenges Suvendu : নন্দীগ্রামের ভাড়াটে লোক নিয়ে রাজ্য ঘুরছে শুভেন্দু, তোপ বেচারাম মান্নার - নন্দীগ্রামের ভাড়াটে লোক নিয়ে রাজ্য ঘুরছে শুভেন্দু : বেচারাম মান্না

শ্রমমন্ত্রী বেচারাম মান্না চুন‌-সুরকির ব্যবসা করত বলে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার তার পরিপ্রেক্ষিতে পালটা শুভেন্দুকে বিঁধলেন বেচারাম ৷ তাপসী মালিকের মৃত‍্যু দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, শুভেন্দু যদি প্রমাণ করতে পারেন যে তিনি চুন-সুরকির ব্যবসা করতেন , তাহলে রাজনীতি ছেড়ে দেবেন (Becharam Manna Criticizes Suvendu Adhikary on his comments ) ৷

Becharam Challenges Suvendu
নন্দীগ্রামের ভাড়াটে লোক নিয়ে রাজ্য ঘুরছে শুভেন্দু

By

Published : Dec 18, 2021, 5:58 PM IST

Updated : Dec 18, 2021, 7:59 PM IST


সিঙ্গুর, 18 ডিসেম্বর :শ্রমমন্ত্রী বেচারাম মান্না চুন‌-সুরকির ব্যবসা করত বলে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার তার পরিপ্রেক্ষিতে পালটা শুভেন্দুকে বিঁধলেন বেচারাম ৷ তাপসী মালিকের মৃত‍্যু দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, শুভেন্দু যদি প্রমাণ করতে পারেন যে তিনি চুন-সুরকির ব্যবসা করতেন , তাহলে রাজনীতি ছেড়ে দেবেন ৷ অন্যদিকে প্রমাণ করতে না পারলে শুভেন্দুকে রাজনীতি ছেড়ে দিতে হবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন বেচারাম (Becharam Manna Criticizes Suvendu Adhikary on his comments) ৷

শনিবার তাপসী মালিকের মৃত‍্যু দিবসে সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে তাপসী মালিকের মর্মর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ‍্য নিবেদন করেন মন্ত্রী বেচারাম মান্না । পাশাপাশি জমি আন্দোলনে নিহত রাজকুমার ভুলের মূর্তিতেও মালা দেন তিনি । এই অনুষ্ঠানের পরেই সরাসরি শুভেন্দুকে একহাত নেন শ্রমমন্ত্রী ৷ তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের খেয়ে বড় হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আস্তাকুঁড়ে পড়ে থাকত । বিজেপির দলে গিয়ে ওঁর শান্তি নেই । বিজেপি দলে অস্তিত্ব রাখার জন্য অসংলগ্ন ও অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে । আমি চুন সুরকির ব্যবসা করতাম তা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব । উনি প্রমাণ না করতে পারলে উনি রাজনীতি ছেড়ে দেবেন । দলে কোণঠাসা হয়ে যাচ্ছেন শুভেন্দু । নাহলে নন্দীগ্রামের কিছু ভাড়াটে লোক নিয়ে সারা রাজ্য ঘুরতে হয় ?"

শুভেন্দুকে তোপ দাগলেন বেচারাম মান্না

আরও পড়ুন : বিজেপি-র ‘কৃষক আন্দোলন’কে পাত্তা দিতে নারাজ সিঙ্গুরের বিধায়ক বেচারাম

শনিবার এই অনুষ্ঠানে বেচারাম মান্না ছাড়াও উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না-সহ এলাকার অন্যান্য তৃণমুল নেতারা ৷ সিঙ্গুরে জমি আন্দোলন চলাকালীন 2006 সালের 18 ডিসেম্বর, সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে তাপসী মালিকের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে টাটা প্রোজেক্টের জন‍্য অধিগৃহিত জমিতে উদ্ধার হয়েছিল তাঁর জ্বলন্ত দেহ । তারপর থেকেই এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে তৃণমূল ৷ কারণ এই ঘটনার পর থেকেই জমি আন্দোলন এক অন‍্য মাত্রা পেতে শুরু করে ।


Last Updated : Dec 18, 2021, 7:59 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details