আরামবাগ, 20 জুলাই : কোরোনা আক্রান্ত সন্দেহে আরামবাগের মাঠপাড়া এলাকায় BDO-কে হেনস্থার অভিযোগ উঠল। এই ঘটনায় গতকাল রাত পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ ।
কোরোনায় আক্রান্ত বলে সন্দেহ, BDO-কে বাড়ি ঢুকতে বাধা আরামবাগে - কোরোনা
কোরোনা পরীক্ষার পরই বাড়িতে ঢুকতে দেওয়া হবে । আরামবাগে BDO-কে হেনস্থার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ।
আরামবাগের মাঠপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন গোঘাট এক নম্বরের BDO সুরশ্রী পাল । ইতিমধ্যেই তাঁর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি , তৃণমূলের ব্লক সভাপতি সহ পঞ্চায়েত সমিতির দুই কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই খবর ছড়িয়ে পড়তেই আরামবাগ মাঠপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় । তাই গতকাল দুপুরে BDO তাঁর ভাড়াবাড়িতে ঢুকতে গেলে পথ আটকান এলাকার কয়েকজন । তিনি কোরোনা পরীক্ষা করিয়েছেন কি না, তা জিজ্ঞাসা করা হয় । এবং কোরোনা পরীক্ষার পরই তাঁকে বাড়িতে ঢুকতে বলেন তাঁরা । পাশাপাশি তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ । স্থানীয়দের মধ্যে শম্পা শর্মা, মৌসুমি যাদবরা বলেন, BDO যেখানে কর্মরত আছেন সেখানে কয়েকজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাই তাঁকে কোরোনা পরীক্ষা করাতে হবে ।
এই ঘটনার জেরে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় আরামবাগ থানার পুলিশ । স্থানীয়দের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ । কয়েকজনকে আটকও করা হয় । আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোঘাট এক নম্বর ব্লকের BDO সুরশ্রী পাল । গতকাল রাত পর্যন্ত BDO-কে হেনস্থা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ছ'জন মহিলা সহ মোট আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।