পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনদুপুরে ব্যাঙ্ক ডাকাতি উত্তরপাড়ায় - Robbery in Union Bank of Uttarpara

ব্যাঙ্কে সেই সময়ে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না । আর সেই সুযোগেই সাড়ে 18 লাখ টাকা হাতিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী ।

Uttarpara
উত্তরপাড়ার ইউনিয়ন ব্যাঙ্কে ডাকাতি

By

Published : Jun 5, 2020, 6:39 PM IST

হুগলি, 5 জুন : উত্তরপাড়ায় ব্যাঙ্ক ডাকাতি । আজ দুপুর প্রায় 2 টা নাগাদ উত্তরপাড়ার এক ব্যাঙ্কে ঢুকে পড়ে তিন যুবক । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনজনেই আলাদা আলাদাভাবে ব্যাঙ্কে ঢুকেছিল । সঙ্গে ছিল পিস্তল । সেই পিস্তল দেখিয়েই ব্যাঙ্ক থেকে 18 লাখ 50 হাজার টাকা হাতিয়ে চম্পট দেয় ওই তিন দুষ্কৃতী ।

ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে । ব্যাঙ্ক সূত্রে খবর, দুপুরের দিকে ব্যাঙ্কে সেরকম ভিড় ছিল না । সেই সুযোগ নিয়েই ওই তিন দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকে ভয় দেখিয়ে এই বিশাল অঙ্কের টাকা লুট করে পালায় । ব্যাঙ্কে সেই সময়ে নিরাপত্তারক্ষী ছিল না বলেও জানা গেছে ব্যাঙ্কের তরফে । ফলে ওই তিন দুষ্কৃতী অনায়াসেই টাকা নিয়ে চম্পট দেয় ।

CCTV ফুটেজের ছবি

এদিকে ব্যাঙ্ক ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থানে আসে উত্তরপাড়া থানার পুলিশ । ব্যাঙ্কের CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details