পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Christmas 2022: বড়দিনে রঙিন ব্যান্ডেল চার্চ, মিডনাইট মাসের আগেই উপচে পড়ল ভিড়

রাত পোহালেই বড়দিন (Christmas 2022) ৷ তার আগে উৎসবের আমেজ হুগলির (Hooghly) বিখ্যাত ব্য়ান্ডেল চার্চে (Bandel Church) উপচে পড়ল মানুষের ভিড় ৷

Bandel Church of Hooghly is ready to celebrate Christmas 2022
বড়দিনের আগে উৎসবের আমেজ ব্যান্ডেল চার্চে ৷

By

Published : Dec 24, 2022, 8:06 PM IST

বড়দিনে রঙিন ব্যান্ডেল চার্চ

ব্যান্ডেল, 24 ডিসেম্বর:হাতে সময় বলতে আর মাত্র কয়েক ঘণ্টা ! তারপরই শুরু হয়ে যাবে বড়দিনের উৎসব (Christmas 2022) ৷ সেই উপলক্ষে সেজে উঠেছে হুগলির (Hooghly) বিখ্যাত ব্য়ান্ডেল চার্চ (Bandel Church) ৷ যার পোশাকি নাম, দ্য বেসিলিকা অফ দ্য হোলি রোজারি (The Basilica of the Holy Rosary) ৷

এই চার্চ শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপাসনালয় নয়, বস্তুত এটি রাজ্যের মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং ঐতিহাসিক দর্শনীয় স্থান ৷ সারাবছরই দেশ, এমনকী বিদেশেরও বহু পর্যটক ও পুণ্যার্থী এই গির্জায় আসেন ৷ ভিড় বাড়ে শীতের মরশুমে ৷ তবে সবথেকে বেশি ভিড় হয় বড়দিনের সময় ৷ মাঝে দু'বছর করোনার জন্য উৎসবেও তালা পড়েছিল ৷ কিন্তু, এবার এখনও পর্যন্ত ভারতের করোনা পরিস্থিতি নাগালেই রয়েছে ৷ তাই আবারও ক্রিসমাসের সাজে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ ৷ চার্চের বাইরেই তৈরি করা হয়েছে গোশালা ৷ কথিত আছে, জিশু খ্রিস্টের জন্ম হয়েছিল গোয়ালেই ৷ সেই কারণেই এই আয়োজন ৷ প্রভু জিশুর আবির্ভাব থেকে শুরু করে তাঁর জীবনের নানা সময়ের কল্প-কাহিনি তুলে ধরা হয়েছে চার্চের মাঠের এই সাজসজ্জায় ৷

আরও পড়ুন:বড়দিন আসছে ! সেজে উঠছে রায়গঞ্জের সেন্ট জোসেফ ক্যাথিড্রাল

বড়দিনের প্রথম প্রার্থনা শুরু হয় 24 ডিসেম্বর মাঝরাতে ৷ এই উপলক্ষে অসংখ্য মানুষ জমায়েত করেন এখানে ৷ ইতিমধ্যেই গোটা চত্বর আলোকমালায় মুড়ে ফেলা হয়েছে ৷ একইসঙ্গে, বাড়ানো হয়েছে চার্চ ও সংলগ্ন এলাকার নিরাপত্তা ৷ মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশকর্মী ৷ চার্চের পক্ষ থেকে জানানো হয়েছে, 25 ডিসেম্বর এবং আগামী 1 জানুয়ারি চার্চের ভিতর সাধারণের প্রবেশাধিকার থাকবে না ৷ তবে, বাকি দিনগুলিতে সর্বসাধারণের জন্য চার্চের দরজা খোলাই থাকছে ৷ 24 ডিসেম্বর চার্চ চত্বরে গিয়ে দেখা গেল, সেখানে উপচে পড়ছে মানুষের ভিড় ৷

প্রসঙ্গত, 1599 সালে পর্তুগিজ আমলে তৈরি হয়েছিল এই ব্যান্ডেল চার্চ ৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে শতাব্দীপ্রাচীন বহু ইতিহাস ৷ মুঘল সম্রাট শাহজাহান ব্যান্ডেল চার্চ আক্রমণ করেছিলেন ৷ সেই সময় চার্চের তৎকালীন ফাদার ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের নির্মম মৃত্যুদণ্ড দেওয়া হয় ৷ বলা হয়, মত্ত হাতির পায়ে পিষে মারা হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৷ কিন্তু, সেই মত্ত হাতিকে যখন ফাদারের সামনে নিয়ে আসা হয়, তখন সেই হাতি তাঁকে আক্রমণ করার বদলে শুঁড় তুলে অভিবাদন করে ! এতে স্তম্ভিত হয়ে যান স্বয়ং সম্রাট ৷ তিনি এই ধর্মস্থানের জন্য জমি এবং অর্থ দান করেন ৷ পরবর্তীকালে দ্য বেসিলিকা অফ দ্য হোলি রোজারির স্বীকৃতি পায় এই চার্চ ৷

ব্যান্ডেল চার্চের ফাদার জনি এবারের বড়দিনের উৎসব প্রসঙ্গে বলেন, "চার্চের ভিতরের উপাসনা কক্ষে প্রার্থনার আয়োজন করা হয়েছে ৷ তাই প্রার্থনার সময় সাধারণ দর্শকরা সেখানে প্রবেশ করতে পারবেন না ৷ বড়দিনের আগের রাতে আয়োজিত বিশেষ প্রার্থনা বা মিডনাইট মাসে (Midnight Mass) অংশ নিতে পারবেন শুধুমাত্র চার্চের সদস্যরা ৷ বছরে দু'দিন, অর্থাৎ 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি চার্চ বন্ধ থাকে ৷ ওই দু'দিন সাধারণ দর্শনার্থীরা চার্চের ভিতর ঢুকতে পারবেন না ৷"

ABOUT THE AUTHOR

...view details