পাণ্ডুয়া, 17 জুলাই:পঞ্চায়েত ভোটপর্ব শেষ, ফলও প্রকাশ হয়ে গিয়েছে ৷ তবে এখনও নানা জেলা থেকে কখনও রাস্তায় কখনও বা গণনাকেন্দ্রের বাইরে থেকে মিলছে ব্যালট পেপার ৷ এবার একই ধরনের ঘটনা ঘটল হুগলির পাণ্ডুয়ায় ৷ এই ঘটনায় শাসক থেকে বিরোধী সকলেই রিটার্নিং অফিসার অর্থ্যাৎ পাণ্ডুয়া বিডিও বিরুদ্ধে অভিযোগ তুলেছে । তৃণমূলের দিকেও অবশ্য অভিযোগের তির বিরোধীদের ৷
পান্ডুয়া ব্লকের ভোট গণনা হয়েছিল বৈঁচিগ্রামের একটি বেসরকারি কলেজে ৷ সোমবার সকালে ওই কলেজের পিছনে ব্যালট ছড়িয়ে পরে থাকতে দেখা যায় ৷ তা নিয়েই উত্তেজনা ছড়ায় । দেখা যায় পাণ্ডুয়ার বাঁটিকা বৈচি পঞ্চায়েতে 7 নম্বর সমিতির আসনের ব্যালট পড়ে আছে ৷ এতেই প্রশানসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ এমনকি পাণ্ডুয়া তৃণমূলের কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ সরাসরি পাণ্ডুয়ার রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তোলেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডুয়া থানার পুলিশ । পরে পাণ্ডুয়ার জয়েন্ট বিডিও দিব্যেন্দু সেনগুপ্ত ওই ব্যালট পেপার উদ্ধার করে নিয়ে আসেন । ঘটনার তদন্ত হবে বলে তিনি জানান ।
এদিন উদ্ধার হওয়া ব্যালটগুলিতে সিপিএম এবং বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সিপিএম এবং বিজেপির নেতা-কর্মীরা । সিপিএমের প্রদীপ সাহা অভিযোগ করেন, গোটা রাজ্যের মত পান্ডুয়াতেও ব্যালট পালটে দেওয়া হয়েছে । সন্দেহ হচ্ছে পঞ্চায়েতের তিনটে স্তরের ব্যালট এখানে হয়তো ফেলে দিয়েছিল তৃনমূল । যারা কাগজ কুড়োতে আসে তারা বেশকিছু ব্যালট নিয়ে গিয়েছে । যিনি এই ব্যালটের দায়িত্বে ছিলেন তাঁকেই দায়িত্ব নিতে হবে ।