হুগলি, 28 অগস্ট: জমিদারি শেষ হয়ে গেলেও জমিদার বাড়ির দুর্গা পুজো এখনও চলে আসছে । তবে জৌলুসহীন ৷ জমিদার বিহারীলাল মুখোপাধ্যায় ছিলেন নিঃসন্তান ৷ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের পরামর্শে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিদ্যালয় এবং স্বাস্থ্য কেন্দ্র জন্য দান করে গিয়েছিলেন। তাঁর অবর্তমানে এখনও দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো ও দোল উৎসব হয় বৈঁচির বিএল স্কুলে (BL School Durga Puja)।
বিহারীলাল মুখোপাধ্যায়ের বাবা ঠাকুরদাস মুখোপাধ্যায় এই দুর্গাপুজো শুরু করেছিলেন । পুজো শুরু হয় প্রায় 186 বছর আগে । সেই থেকেই আজও নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়ে আসছে । পর্যাপ্ত অর্থের অভাবে পুজোর আয়োজনে ততটা চাকচিক্য থাকে না বটে পুরনো প্রথা মেনে আজও একচালা দুর্গা মূর্তি তৈরি করা হয়। সিংহবাহিনীর লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ও মহিষাসুর - সবাই একসঙ্গে । টানা চোখের বাংলা মুখের আদলে এই মূর্তি হয়। মহিষাসুরের গায়ের রঙ এখানে সবুজ ৷ মূল বেদীতে বসানো হয় দেবীকে । ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বৈদিক মতে মা দুর্গার পুজো হয়।