বৈদ্যবাটি, 12 ডিসেম্বর : রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে অনেকদিন হল ৷ এখন তো বছরশেষে ডিসেম্বরের জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করার সময় ৷ হুগলির বৈদ্যবাটির পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভাগ্যে সে সুখ কই ! বর্ষার জমা জল এখনও এলাকার বাসিন্দাদের ভোগান্তির একমাত্র কারণ ৷ কাদা প্যাচপ্যাচে রাস্তায় ইট পেতে কোনওরকমে যাতায়াত করতে হয় ৷ তার উপর সাপখোপের ভয় তো রয়েছেই ৷ এলাকার চার নম্বর ওয়ার্ডের মানিক ঘোষের বাগান এলাকায় সারাবছর ব্যবহার করতে হয় গামবুট ৷ এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের (Stagnant water problem at Baidyabati ) ৷
নির্বাচনের সময় এলেই দুয়ারে এসে হাজির হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ৷ প্রতিশ্রুতির ফুলঝুরি বয়ে যায় ৷ নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিলে 'চুটকি'-তে সব সমস্যার সমাধানের আশ্বাস পান এলাকাবাসী ৷ কিন্তু ভোট মিটে যাওয়ার পর পরিস্থিতির বদল হয় না ৷ বৈদ্যবাটির চার নম্বর ওয়ার্ডের মানিক ঘোষের বাগান এলাকার বাসিন্দারা এর ভুক্তভোগী ৷ সামনেই পৌরসভার ভোট ৷ স্বাভাবিকভাবেই ভোট চাইতে জনগণের সামনে দাঁড়াতেই হবে নেতাদের ৷ কিন্তু তাঁর আগে বৈদ্যবাটির চার নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা চরম অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে ৷ আজ স্থানীয় মহিলারা মিলে তেঁতুলতলা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান ৷ এরপর ওয়ার্ড অফিসে গিয়ে এলাকার পৌর প্রশাসক তথা চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইকে ঘিরে ক্ষোভ উগরে দেন তাঁরা (Baidyabati residents face stagnant water and bad roads problem) ৷