পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তায় ছবি এঁকে করোনা নিয়ে সচেতনতার প্রচার আরামবাগ পুলিশের - Covid-19

আগামিদিনে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়েও এভাবে ছবি এঁকে মানুষকে সচেতনতার পাঠ পড়ানো হবে বলে পুলিশ জানিয়েছে ।

রাস্তায় ছবি এঁকে করোনা নিয়ে সচেতনতার প্রচার আরামবাগ পুলিশের
রাস্তায় ছবি এঁকে করোনা নিয়ে সচেতনতার প্রচার আরামবাগ পুলিশের

By

Published : May 24, 2021, 7:52 PM IST

আরামবাগ, 24 মে : বর্তমানে মারণ ভাইরাস কোভিড-19 এর সঙ্গে লড়াই করছে সারা ভারতবর্ষ । করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল এই রাজ্যের মানুষও । ইতিমধ্যেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে 15 দিনের কড়া বিধিনিষেধ জারি করেছে সরকার ।

যদিও করোনা সংক্রমণে লাগাম পরাতে সচেতনতাই মূল অস্ত্র বলে বারবার দাবি করছেন চিকিৎসকমহল থেকে বিজ্ঞানীরা । এবার সেই সচেতনতার অভিনব উদ্যোগ নিল হুগলির আরামবাগ ট্রাফিক বিভাগ । সোমবার আরামবাগের গৌরহাটি মোড়ে লিংক রোডের উপর ছবি এঁকে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় । হুুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফে এই উদ্যোগ বলে জানা গিয়েছে ।

আগামিদিনে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়েও এভাবে ছবি এঁকে মানুষকে সচেতনতার পাঠ পড়ানো হবে বলে পুলিশ জানিয়েছে । এছাড়াও নানাভাবে সাধারণ পথচলতি মানুষকে সচেতন করছে পুলিশ ।

আরও পড়ুন :আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হবে ঘূর্ণিঝড় যশ

ABOUT THE AUTHOR

...view details