তারকেশ্বর, 7 অক্টোবর: বিসর্জনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ৷ পুলিশের উপরে হামলার অভিযোগ বেশ কয়েকজন অটোচালক এবং হরিপাল থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ৷ ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় দুষ্কৃতী জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের সামশেরপুর সর্বজনীনের বিসর্জনকে কেন্দ্র করে (Attack on Immersion Procession in Tarakeshwar) ৷
অভিযোগ বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন এক অটোচালক দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময় পুজো কমিটির সদস্য এবং স্থানীয় পুলিশ অটোটিকে দাঁড় করায় এবং চালককে ধীর গতিতে সেখান থেকে বেরিয়ে যেতে বলে ৷ অভিযোগ এর পরেই ক্ষিপ্ত হয়ে উঠে তাঁদের গালাগালি করেন ৷ এর পর হরিপাল থানার সিভিক ভলান্টিয়ার পশুপতি মালিক এবং আরও জনা 50 এর লোকজন নিয়ে পুজো উদ্যোক্তাদের উপর চড়াও হয় অভিযুক্ত অটোচালক ৷ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা তাঁদের বাধা দিলে, পুলিশের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে ৷