তারকেশ্বর, 9 মার্চ : তারকেশ্বরে BJP-র কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । BJP র অভিযোগ, গতকাল গভীর রাতে তারকেশ্বরের 11 নম্বর ওয়ার্ডের শিরিশতলা এলাকায় দলীয় কার্যালয়ে আগুন লাগায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তারা মোটর বাইকে এসেছিল ৷
তারকেশ্বরে BJP-র কার্যালয়ে আগুন, অভিযুক্ত তৃণমূল - হুগলি
এবার BJP-র কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । তারকেশ্বরের ঘটনা ।
স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন । আগুনে ভস্মীভূত হয়ে যায় কার্যালয়টি । তারকেশ্বর থানায় কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় BJP-র তরফে ।
গতকালই ত্রাণ সংগ্রহের সময় CPI(M) কর্মী ও তাদের এরিয়া কমিটির অফিসে হামলার অভিযোগ ওঠে BJP র বিরুদ্ধে । BJP র আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, ‘‘গতরাতে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের দলীয় কার্যালয়ে আগুন লাগায় । গতকাল CPI(M) আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তুলেছিল । রাজনৈতিক লাভ তোলার জন্য CPI(M) এবং আমাদের মধ্যে একটা গন্ডগোল পাকানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা স্বপন সামন্ত বলেন, তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় ৷